Trump Tariff War: তিয়ানজিনে এসসিও সম্মেলনে ভারত-চিন ও রাশিয়াকে একজোট নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড়। তারই মাঝে ফের বোমা ফাটালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। ট্রাম্পের দাবি, কোনও রকম শর্ত ছাড়াই ভারত এখন আমেরিকার কাছে শুল্ক কমানোর প্রস্তাব দিচ্ছে। ট্রাম্প এরপর বলেন, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। ভারত বললেও আমরা কিছু করতে পারব না। তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প ফের ভারতের বিরুদ্ধে কড়া সুর তুললেন। ভারতের বাণিজ্যনীতি, রাশিয়া থেকে বিপুল তেল আমদানি এবং সামরিক সরঞ্জাম কেনার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, ভারত তার তেলের বড় অংশই রাশিয়া থেকে কিনছে, আমেরিকা থেকে প্রায় কিছুই নয়। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, রাশিয়া ভারতের মোট অপরিশোধিত তেলের ৩৫ শতাংশেরও বেশি সরবরাহ করছে, যার বার্ষিক মূল্য প্রায় ৪৭ বিলিয়ন ডলার।
বাণিজ্য ঘাটতি নিয়ে অভিযোগ ট্রাম্পের
বাণিজ্য ঘাটতি নিয়ে অভিযোগ তুলে Truth Social পোস্টে ট্রাম্প লেখেন, "আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি, অথচ ওরা আমাদের কাছে বিপুল পরিমাণ পণ্য বিক্রি করে। আমরাই তাদের সবচেয়ে বড় ক্রেতা।"তিনি অভিযোগ করেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল পরিমাণ পণ্য বিক্রি করে অথচ প্রতিদানে প্রায় কিছুই কেনে না।
দেখুন কী বললেন প্রেসিডেন্ট ট্রাম্প
US President Donald Trump posts on Truth Social, says, "What few people understand is that we do very little business with India, but they do a tremendous amount of business with us. In other words, they sell us massive amounts of goods, their biggest “client,” but we sell them… pic.twitter.com/2OIEBdBboK
— Economic Times (@EconomicTimes) September 1, 2025
বড় দাবি ট্রাম্পের
ভারত সম্প্রতি মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্য করার প্রস্তাব দিয়েছে। কিন্তু ট্রাম্প এটিকে "বিলম্বিত পদক্ষেপ" বলে খারিজ করেন। তাঁর বক্তব্য, এটি অনেক আগে করা উচিত ছিল। প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এরপর গত ২৭ আগস্ট শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হয়েছে। কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে। মার্কিন প্রেসিডেন্টের ৬ আগস্টের এক্সিকিউটিভ অর্ডারে ভারতের রুশ তেল আমদানিকে আমেরিকার জন্য "জাতীয় নিরাপত্তা হুমকি" বলা হয়েছে। শুল্কের ফলে ভারতের বস্ত্রশিল্প, রত্ন, গহনা, অটো পার্টস ও সামুদ্রিক খাদ্য রফতানিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। অনুমান করা হচ্ছে, বছরে ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। গোল্ডম্যান স্যাকস সতর্ক করেছে, ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% থেকে নেমে ৬ শতাংশের নিচে চলে যেতে পারে।
ভারতের রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে প্রশ্ন মার্কিন প্রেসিডেন্টের
ট্রাম্প ভারতের জ্বালানি নীতিকেও নিশানা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ভারত তার প্রয়োজনীয় তেলের বেশিরভাগই রাশিয়া থেকে আমদানি করছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনছে খুবই সামান্য। আমেরিকারল দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতের অপরিশোধিত তেল আমদানির ৩৫ শতাংশেরও বেশি এসেছে রাশিয়া থেকে। এর বার্ষিক বাজারমূল্য প্রায় ৪৭ বিলিয়ন ডলার। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার দেওয়া ছাড়মূল্যের সুযোগ নিয়েই ভারত বিপুল পরিমাণ তেল কিনছে বলে অভিযোগ করেন ট্রাম্প।