তেহরান: ইরানের (Iran) এক গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা আব্বাস আলি সোলেইমানিকে (Abbas Ali Soleimani) ব্যাঙ্কে ঢুকে গুলি (shoots) করে খুন (kill) করল এক স্বশস্ত্র দুষ্কৃতী (gunman)। পরে এই ঘটনার ভিডিয়োটি ভাইরাল হতেই শিউরে উঠেছেন সবাই। বুধবার সকালে তাঁকে ইরানের মাজানডারানের (Mazandaran) বাবোলসার (Babolsar) এলাকার একটি ব্যাঙ্কের ভেতরে খুন করা হয়।
মৃত আব্বাস ইরানের ইসলামিক রিপাবলিক অ্য়াসেমব্লি অফ এক্সপার্টসের (Islamic Republic’s Assembly of Experts) একজন সদস্য ছিলেন। আর আগে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেইনির (Ali Khamenei) সিস্টান (Sistan) ও বালুচিস্তান (Baluchistan) এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করতেন। আরও পড়ুন: Pakistan Fears Another Surgical Strike By India: 'সার্জিকাল স্ট্রাইক আবার চালাতে পারে ভারত', পুঞ্চে হামলার পর ভয়ে কাঁপছে পাকিস্তান
দেখুন ভিডিয়ো:
Video published on social media shows the moment when a gunman shoots and kills Abbas Ali Soleimani, a member of Islamic Republic’s Assembly of Experts for Leadership and former representative of Islamic Republic Leader Ali Khamenei in Sistan and Baluchistan.
He was killed in… pic.twitter.com/IT6yn4wr8A
— Soran Khateri (@sorankhateri) April 26, 2023