নয়াদিল্লিঃ ত্রিদেশীয় সফরের অন্তিম পর্যায়ে দক্ষিণ আমেরিকার(America) গায়ানায়(Guyana) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বুধবার সকালে গায়ানায় পা রাখেন তিনি। রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলীর আমন্ত্রণে সে দেশে গিয়েছেন মোদী। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গায়ানায় গেলেন। এ দিন গায়ানায় মোদীকে বিশেষভাবে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। গান, নাচ থেকে শুরু করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা মন ছুঁয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর। এ দিন এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, " উষ্ণ এবং উত্সাহী আয়োজনের জন্য গায়ানার ভারতীয় সম্প্রদায়কে আন্তরিক ধন্যবাদ। তাঁরা আরও একবার প্রমাণ করলেন দূরত্ব কখনোই শিকড়ের সঙ্গে সংযুক্ত থাকার পথে বাধা হতে পারে না। বিভিন্ন সেক্টরে ভারতীয়দের উন্নতি দেখে সত্যিই আনন্দিত হয়েছি।" প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর থেকে বিদেশ সফরে রয়েছেন মোদী। নাইজেরিয়া, ব্রাজিল হয়ে সর্বশেষে গিয়ে পৌঁছেছেন গায়ানায়। মূলত ব্রাজিলে জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতেই এই সফর মোদীর। রিও ডি জেনেরিওতে জি২০ সম্মেলন শেষ করেই গায়ানার দিকে পা বাড়িয়েছেন তিনি।
প্রবাসী ভারতীয়দের আয়োজনে আপ্লুত মোদী, কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়?
"A heartfelt thank you to the Indian community in Guyana for their warm and spirited welcome. They have shown that distance is never a barrier to staying connected to one’s roots. Glad to see the community making a mark here across different sectors," posts PM Modi… pic.twitter.com/loUtNIFbHR
— Press Trust of India (@PTI_News) November 20, 2024