মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ গোটা বিশ্বে যে পড়বে, তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। আর সত্যি সত্যিই যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে কে কোন পক্ষে যাবে, এবং তাতে আন্তর্জাতিক রাজনীতিতে কী ফায়াদা রয়েছে এই নিয়ে প্রশ্ন উঠবেই। এতদিন ইজরায়েল ও ইরানের যুদ্ধ (Israel-Iran Conflict) দ্বিপাক্ষিকভাবেই চলছিল। আক্রমণের হুমকি দিতে দিতে সত্যি সত্যিই ইরানে হামলা চালিয়ে দিয়েছে আমেরিকা। যার ফলে বেকায়দায় পড়েছে আয়াতোল্লা খামেইনি। এমন পরিস্থিতিতে ভারতের মতো দেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখনও পর্যন্ত ভারত নিরপেক্ষ থেকেছে এবং আলোচনার পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। সেই কারণে ইজরায়েল হোক বা ইরান, দুই দেশের সঙ্গেই সম্পর্ক মধুর ভারতের।

শান্তির পক্ষে রয়েছে ভারত

তবে আগামীদিনে কোন দিকে ঝুকবে ভারত, সেটা নিয়ে দ্বিধা রয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) মনেও। আর এই অবস্থায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ফোন করলেন প্রধানমন্ত্রী মোদীকে। দুইপক্ষের মধ্যেই দীর্ঘ আলোচনা হয় বর্তমান পরিস্থিতি নিয়ে। এই প্রসঙ্গে মোদী সোশাল মিডিয়ায় পোস্টও করেন। যেখানে তিনি জানান, ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগপ্রকাশ করেছেন। তবে উত্তেজনা হ্রাস করে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আহ্বান করা হয়েছে। কারণ তিনি শান্তি ও মানবতার পক্ষে রয়েছে।

দেখুন পোস্ট

ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মোদী

একইসঙ্গে ইরানে যে সমস্ত ভারতীয়রা ছিলেন তাঁদের নিরাপদে এদেশে পাঠানোর জন্য, এবং এই কাজে ইরান সরকারের সহযোগীতার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দুই নেতা আগামী দিনে বানিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পক্ষে সমর্থন দেখিয়েছেন। সেই সঙ্গে আগামীদিনে দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী।