আবুধাবি: ফ্রান্স সফর শেষ করে শনিবার সকালেই সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) আবু ধাবিতে (Abu Dhabi) পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian PM Narendra Modi)। একদিনের সফরে সেখানে পৌঁছনোর পর আবু ধাবির আল ওয়াতান প্রাসাদে (Qasr Al Watan) তাঁকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (UAE President Mohammed bin Zayed Al Nahyan)। এরপর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তিনি।
দেখুন ভিডিয়ো:
#WATCH | PM Narendra Modi receives a ceremonial welcome as he arrives at Qasr Al Watan, in Abu Dhabi
PM Modi was welcomed by UAE President Mohammed bin Zayed Al Nahyan. pic.twitter.com/FvxgliIhLI
— ANI (@ANI) July 15, 2023
#WATCH | PM Narendra Modi meets UAE President Mohammed bin Zayed Al Nahyan, in Abu Dhabi. pic.twitter.com/KPP9RQox7j
— ANI (@ANI) July 15, 2023
ওই বৈঠকের মধ্যেই ভারত (India) ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে একাধিক মউ (UAE President Mohammed bin Zayed Al Nahyan) হস্তান্তরিত হয়। দুই দেশের আধিকারিকরা বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান এবং প্রযুক্তি-সহ একাধিক বিষয়ে একসঙ্গে কাজ করার মউগুলি একে অপরের হাতে তুলে দেন।
দেখুন ভিডিয়ো:
#WATCH | I am happy to be in Abu Dhabi and to meet you. I thank you for the warm welcome... Every Indian sees you as a true friend: PM Narendra Modi pic.twitter.com/Bcsb1HyBGn
— ANI (@ANI) July 15, 2023
আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে বলেন, "আবু ধাবিতে এসে ও আপনার সঙ্গে দেখা করে আমি খুশি (happy)। এখানে আমাকে যে আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা (warm welcome) জানানো হল তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটি ভারতীয় আপনাকে সত্যিকারের বন্ধু (true friend) হিসেবে দেখেন।" আরও পড়ুন: Burj Khalifa: সংযুক্ত আরব আমিরশাহী সফরের আগে বুর্জ খলিফায় ফুটে উঠল প্রধানমন্ত্রীর ছবি
দেখুন ভিডিয়ো:
#WATCH | Abu Dhabi: Memorandum of Understanding (MoUs) being exchanged between India and UAE in the presence of UAE President Mohammed bin Zayed Al Nahyan and Prime Minister Narendra Modi pic.twitter.com/4kzefrIUrn
— ANI (@ANI) July 15, 2023