PM Modi Meets Gerard Larcher: প্রধানমন্ত্রী মোদিকে উষ্ণ অভ্যর্থনা ফ্রান্স সেনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চারের, প্যারিসের ভিডিয়ো
Photo Credits: ANI

প্যারিস: দুদিনের সফরে বৃহস্পতিবারই ফ্রান্স (France) সফরে প্যারিস (Paris) এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian PM Narendra Modi)। আর এসেই তিনি পৌঁছে গেলেন প্যারিসের আয়োজিত ফ্রান্স সেনেটর (French Senate) সদস্যদের একটি অনুষ্ঠানে। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সেনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চার (French Senate President Gerard Larcher)। উপস্থিত ছিলেন অন্য সদস্যরাও।

আগামীকাল বাস্তিল দিবসের প্যারেডে (Bastille Day parade) গেস্ট অফ অনার (guest of honour) হিসেবে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি দুদিনের সফরে দু-দেশের মধ্যে একাধিক চুক্তি সাক্ষরিত হওয়ার কথা। আরও পড়ুন: PM Modi in Paris: প্যারিসে পা রাখতেই প্রবল উচ্ছ্বাসে প্রবাসী ভারতীয়রা, মোদীর জন্যে গাইলেন গানও

দেখুন ভিডিয়ো: