Plane Crashed (Photo Credit: X)

পূর্ব রাশিয়ায় অন্তর্ধান হওয়া যাত্রীবাহী বিমানের অবশেষে বুধবার খোঁজ মিলেছে। জল, জঙ্গল পেরিয়ে অন্টোনভ এ-২৪ বিমানটি (Russian Plane Crash) ভেঙে পড়েছে আমুর প্রদেশে। মৃত্যু হয়েছে বিমানকর্মী সহ ৫০ জন যাত্রীরই। ইতিমধ্যেই মৃতদের দেহ উদ্ধারের কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। এই দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ষেথানে দেখা যাচ্ছে কীভাবে ঘষতে ঘষতে বিমানটি জল, জঙ্গল পেরিয়ে এগোচ্ছিল। তারপরেও হয়নি শেষরক্ষা। এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী মোদী বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন। ঠাঁসা কর্মসূচি থাকা সত্ত্বেও পুতিনের দেশের প্রতি সমবেদনা জানাতে ভোলেননি তিনি। প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যমে লিথেছেন, “রাশিয়ায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আমি রাশিয়ার সাধারণ মানুষদের সাথে সংহতি প্রকাশ করছি”।

দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট

আহমেদাবাদে বিমান দুর্ঘটনা

প্রসঙ্গত, মাসখানেক আগে এদেশের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল। এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান আচমকা বিমানবন্দরের কাছে একটি জনবহুল এলাকায় আছড়ে পড়ে। এই দুর্ঘটনাতে কমপক্ষে একজন যাত্রী ছাড়া আর কেউ বাঁচেনি। রাশিয়ায় বিমান দুর্ঘটনার ক্ষেত্রে উঠে আসছে ইঞ্জিন ফেলিওর তত্ত্ব।