নরেন্দ্র মোদী ও জর্জিয়া মেলোনি (ছবিঃX)

কূটনৈতিক দিক থেকে ভারতের সাম্প্রতিক অবস্থা বিশেষ ভালো নয়। আমেরিকার সঙ্গে এমনিতেই দুরত্ব সৃষ্টি হয়েছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে সক্ষতা বেড়ে যাওয়ায় ইউক্রেনের সঙ্গেও সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এছাড়া পাকিস্তান, চীন, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে বিগত কয়েকবছরে কয়েক যোজন দুরত্ব বেড়েছে। এই অবস্থায় রাশিয়া, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলির সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এরমধ্যে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ধযুদ্ধ শুরু হয়েছে ভারতের। এই অবস্থায় ফের অনান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

মেলোনির সঙ্গে মোদীর কথা

এই অবস্থা বুধবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনেটিক কথোপকথন হয় জর্জিয়া মেলোনি। এই আলোচনায় ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধ বন্ধের সমর্থন করেছেন মোদী। এই আলোচনা নিয়ে মোদী নিজের সামাজিক মাধ্যম লেখেন, “প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার প্রতিশ্রুতি পূণর্ব্যক্ত করেছি। সেই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামানোর প্রস্তাবকে সমর্থন করেছি”।

দেখুন পোস্ট

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। এদিকে রাশিয়ার সঙ্গে বানিজ্যিক সম্পর্ক রাখার কারণে আমেরিকা চোখরাঙানি দেখাচ্ছে ভারতকে। ইতিমধ্যেই ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে পেনাল্টিরও ঘোষণা করেছে। তবে তারপরেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে ভারত।