Plane Crash In Bangladesh (Photo Credit: X/Screengrab)

ঢাকা, ২১ জুলাই: ফের বিমান দুর্ঘটনা বাংলাদেশে (Plane Crash In Bangladesh)। এবার ঢাকার উত্তরার মাইলস্টোল কলেজ ক্যাম্পাসে বিমানটি (Flight) ভেঙে পড়ে। যার জেরে ১ জনের মৃত্যুর খবর মিলছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বাংলাদেশ বায়ুসেনার এফ৭ বিমানটি হঠাৎ করেই উত্তরার মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে ভেঙে পড়ে বলে খবর।

দেখুন বাংলাদেশে কীভাবে ভেঙে পড়ল বিমান...

 

রিপোর্টে প্রকাশ, উত্তরার মাইলস্টোন কলেজের যে ক্যাম্পাসে বিমানটি ভেঙে পড়ে, সেখানে একটি প্লে স্কুল ছিল। ফলে একটি বাচ্চারপ ফুটেজ উঠে আসে আহত অবস্থায়। যা দেখে মন কেঁদে ওঠে প্রত্যেকের।

দেখুন মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান ভেঙে পড়ার পর কী অবস্থা...

 

গত ১২ জুন গুজরাটে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং (Air India Plane Crash)। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। যেখানে ২৪২ জন যাত্রী ছিলেন। ২৪২ জন যাত্রী নিয়েই ওড়ার কয়েক মিনিটের মাথায় ভেঙে পড়ে বিমানটি। যার জেরে ওই বিমানে থাকা ২৪১ জন যাত্রীরই মৃত্যু হয়। বেঁচে ফেরেন মাত্র এক জন অবিশ্বাস্যভাবে।

পাশাপাশি এয়ার ইন্ডিয়ার বোয়িংটি ভেঙে পড়ে আহমেদাবাদের একটি মেডিকলে কলেজের হস্টেলে। ফলে সেখানে থাকা পড়ুয়া থেকে আরও বশ কয়েকজন আহত এবং নিহত হন।

১২ জুন এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরে কার্যত আতঙ্ক তৈরি হয় গোটা দেশ জুড়ে। সেই সঙ্গে পড়ে যায় হুলুস্থূল। এয়ার ইন্ডিয়ার পর এবার বাংলাদেশের বায়ুসেনার একটি বিমানও ভেঙে পড়ল কলেজ ক্যাম্পাসের উপর।