ম্যানিলা: বিধ্বংসী ঝড় (Storm) ও বন্যার (Floods) জেরে ভূমিধ্বস (landslides) দেখা দিয়েছে উত্তর ফিলিপিনসে (Southhern Philippine) বিভিন্ন এলাকায়। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৬০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন আর ভূমিধ্বসের ফলে বহু মানুষ মাটির তলায় চাপা পরেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিপিনসের প্রশাসন সূত্রে জানা গেছে, ভয়াবহ ঝড় ও বৃষ্টির ফলে দেশের উত্তর প্রান্তের বেশকিছু জায়গা জলমগ্ন। চারিদিকে বৃষ্টির জল (Rainwater) জমে ভূমিধ্বস নেমে গ্রামগুলিতে কাদা (Mud), পাথর (rocks) ও ভাঙা গাছে (trees) ভর্তি হয়ে গেছে। ফলে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে মাগুইনডানাও (Maguindanao province) প্রদেশের তিনটি শহরে প্রবল জলস্রোত সৃষ্টির ফলে ৪২ জন মানুষ ভেসে গেছেন। চারিদিকে জল ও কাদা জমে পরিস্থিতি নারকীয় হয়ে পরেছে।
ফিলিপিনসের জাতীয় বিপর্যয় মোকাবিলা (disaster-response) সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বংসী ঝড় নালগে (Nalgae) আছড়ে পরে পূর্বপ্রান্তের কামারিনিস সুর (Camarines Sur) এলাকায় আছড়ে পরে শনিবার সকালে এর ফলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মাগুইনডানাও প্রদেশের কুশিওঙ্গের (Kusiong) উপজাতি গ্রামগুলি বেশিরভাগ বাড়ি ভেঙে গিয়ে ৬০ জনেরও বেশি চাপা পড়েছেন। বিভিন্ন জায়গায় প্রশাসনিক সাহায্য গিয়ে পৌঁছতে দেরি হওয়ার কারণে দেশের সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।