Parle-G Biscuit Shocking Price In War-Affected Gaza (Photo Credits: X)

ভারতে অন্যতম জনপ্রিয় একটি বিস্কুট পার্লে-জি (Parle-G)। ভারতীয় পরিবারগুলোর আবেগ জড়িয়ে পড়েছে এই পার্লে-জি বিস্কুটের সঙ্গে। কম খরচের পুষ্টিগুণে সম্পন্ন এই বিস্কুট ছেলেবেলায় স্কুলের টিফিনে হোক কিংবা বড়বেলায় চায়ের সঙ্গে 'টা' হিসাবে খাননি এমন ভারতীর সংখ্যা হাতে গুনেও মেলা মুশকিল। ৫ টাকার এই বিস্কুট বহুমূল্যে বিকোচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজায় (Gaza)। ইজরায়েলের হামলায় ক্ষতবিক্ষত অবস্থা গাজার। খাদ্য সংকট তীব্র দুর্ভিক্ষে পরিণত হয়েছে। গাজাবাসীর কাছে ত্রাণ সামগ্রী পৌঁছতে দিচ্ছে না ইজরায়েল (Israel)। এই অবস্থায় ৫ টাকার পার্লে জি গাজায় ৫০০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। সম্প্রতি গাজার একজন বাসিন্দা জানিয়েছেন, তিনি তাঁর মেয়ের সবচেয়ে প্রিয় বিস্কুট, পার্লে জি কেনার জন্যে বিপুল অর্থ খরচ করেছেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় বহুমূল্য হয়েছে ভারতের বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হওয়া এই বিস্কুট।

গাজার ওই বাসিন্দা মোহাম্মদ জাওয়াদ এক্স হ্যান্ডেলে তাঁর একরত্তি মেয়েকে কোলে বসিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। মেয়ের হাতে তুলে দিয়েছেন তার সবচেয়ে প্রিয় বিস্কুট। তিনি লেখেন, 'দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ আমি রাভিফের জন্যে তার প্রিয় বিস্কুট আনতে পেরেছি। যার দাম ১.৫ ইউরো থেকে বেড়ে ২৪ ইউরো হয়েছে'। ভারতীয় মূল্যে তা প্রায় ২,৩৪২ টাকা। ভারতের বাজারে পার্লে জি বিস্কুটের প্যাকেট বিক্রি হয় ৫ টাকায়। সেখানে গাজায় তার দাম ছাড়িয়েছে ২ হাজার টাকা।

আকাশছোঁয়া দামে যুদ্ধ বিধ্বস্ত গাজায় বিক্রি হচ্ছে ৫ টাকার পার্লে জি

পার্লে জি-র এমন আকাশছোঁয়া দাম দেখে তো হতবাক ভারতীয়রা। এক্স হ্যান্ডেলে গাজার ওই যুবকের ভিডিও রীতিমত স্তম্ভিত করেছে ভারতীয় নেটিজেনদের।