লাহোর: দ্বিতীয়বার লংমার্চ (long march) শুরু করার পরেই ফের বিপত্তির সম্মুখীন হতে হল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (Pakistan Tehreek-e-Insaf) প্রধান ইমরান খানকে (Imran Khan)। লাহোরের জিটি রোড (GT Road Lahore) থেকে পাঞ্জাব প্রদেশের কামোকে (Kamoke) যাওয়ার পথে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষভাবে তৈরি কনটেনারের (container) নিচে চাপা পড়ে মৃত্যু হলে পাকিস্তানের একজন মহিলা সাংবাদিকের। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে লাহোরের জিটি রোডে। এরপরই লংমার্চ সেদিনের মতো স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ইমরান খান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মৃত ওই মহিলা সাংবাদিকের নাম সাদাফ নাঈম (Sadaf Naeem)। তিনি পাকিস্তানের চ্যানেল ফাইভ (Channel 5 ) নামে একটি বেসরকারি চ্যানেলের সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার তিনি ইমরান খানের বিশেষভাবে তৈরি কনটেনারে উঠে তাঁর সাক্ষাৎকার নিচ্ছিলেন। তা শেষ হওয়ার পর কনটেনার থেকে নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান। আর তাঁর উপর দিয়ে চলে যায় গাড়িটি। এর ফলে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। বিষয়টি নজরে পড়তেই কনটেনার থেকে নিচে নেমে এসে দুর্ঘটনাটির জন্য শোকপ্রকাশ করে লংমার্চ ওখানেই স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ইমরান খান।
লংমার্চে থাকা তেহেরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "রবিবার লংমার্চটি গুজরানওয়ালার কামোকে পর্যন্ত নিয়ে গিয়ে সেদিনের মতো স্থগিত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু, দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনার জন্য আমরা এখনই এই লংমার্চটি স্থগিত রাখছি। সোমবার ফের এটি শুরু করা হবে।"
মৃত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে এই দুর্ঘটনার জন্য আন্তরিকভাবে শোকপ্রকাশও করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। মৃতের আত্মার শান্তিকামনা করে তিনি টুইট করেন, "আমাদের মার্চ চলাকালীন দুর্ঘটনার ফলে মৃত চ্যানেল ৫-এর সাংবাদিক সাদাফ নাঈমের আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উল্লেখ করতে চাই এই দুর্ঘটনা আমাদের প্রচণ্ড আঘাত দিয়েছে। আমরা শোকস্তব্ধ। আমার ব্যাথা বোঝানোর কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। আজকের জন্য আমরা লংমার্চ স্থগিত রাখছি।"
শোকপ্রকাশ করে টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও (Prime Minister Shehbaz Sharif)। তিনি লেখেন, "লংমার্চের কনটেনার থেকে পড়ে গিয়ে সাংবাদিক সাদাফ নাঈমের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। সাদাফ নাঈম একজন দক্ষ ও কঠোর পরিশ্রমী সাংবাদিক ছিলেন। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারের পাশে আছি।"
چیئرمین عمران خان کی خاتون صحافی کیساتھ حادثے پر اظہار تعزیت اور آج کے دن کے لیے لانگ مارچ کو فوری طور پر روک دیا گیا۔
#حقیقی_آزادی_لانگ_مارچ pic.twitter.com/6F5ovNM6XZ
— PTI (@PTIofficial) October 30, 2022
Shocked & deeply saddened by the terrible accident that led to the death of Channel 5 reporter Sadaf Naeem during our March today. I have no words to express my sorrow. My prayers & condolences go to the family at this tragic time. We have cancelled our March for today.
— Imran Khan (@ImranKhanPTI) October 30, 2022
رپورٹر صدف نعیم کی لانگ مارچ کنٹینر سے گرنے سے ہلاکت پر شدید دکھ ہے۔ اندوہناک واقعے پر جتنا افسوس کیاجائے، کم ہے۔ اہل خانہ سے دلی تعزیت کرتے ہیں۔ صدف نعیم ایک متحرک اور محنتی رپورٹر تھیں۔ مرحومہ کی مغفرت اہل خانہ کے لئے صبر جمیل کی دعا کرتے ہیں۔
— Shehbaz Sharif (@CMShehbaz) October 30, 2022