দিল্লি, ১২ ডিসেম্বর: এবার নির্মম মৃত্যু এক পাকিস্তানি (Pakistani) বংশোদ্ভুদ কন্যার। বাবা এবং সৎ মায়ের হাতে নির্মম অত্যাচারের জেরে মৃত্যু হয় ১০ বছরের সারা শরিফের। সারা শরিফের মৃতদেহ যখন উদ্ধার করা হয়, সেই সময় ছোট্ট শরীরে ৭১টি ক্ষত চিহ্ন দেখা যায়। সেই সঙ্গে ছিল তার শরীরের ২৫টি হাড় ভাঙা। পাকিস্তানি বংশোদ্ভুদ সারা শরিফ কানাডার (Canada) ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সুরের বাসিন্দা ছিল। সেখানেই ক্রিকেট ব্যাট, লোহার রড দিয়ে পিটিয়ে মোবাইল ফোন ছুঁড়ে সারাকে জখম করে তার বাবা এবং সৎ মা।
দেখুন ছোট্ট প্রাণোচ্ছ্বল শিশুকে নির্মমভাবে হত্যা করে বাবা, সৎ মা এবং কাকা...
Hang the bastards!!!
Urfan Sharif, 43 and Beinash Batool, 30, the father and stepmother of 10-year-old Sara Sharif, have been found guilty of her murder#SaraSharif pic.twitter.com/ECMT3i0mGz
— Paul B (@pauldbowen) December 11, 2024
গত বছর যখন ক্ষতবিক্ষত অবস্থায় ছোট্ট সারার মৃত্যু হয়, সেই সময় তার বাবা উরফান শরিফ এবং সৎ মা বেনাশ বাতুলকে কানাডার পুলিশ গ্রেফতার করে। সেই সঙ্গে ফয়সল নামে সারার কাকাকেও পুলিশ পাকড়াও করে বাইজির মৃত্যুর দায়ে।
গত বছর সারার মৃত্যুর পর ওই ৩ জনকে গ্রেফতার করলে, চলতি বছরের শেষে আদালত শাস্তি শোনায় অভিযুক্তদের। শুধু তাই নয়, এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে, তাহলে তাদেরও ছাড়া হবে না বলে পুলিশ এবং আদালতের তরফে স্পষ্ট জানানো হয়।