ইসলামাবাদ: ড্রোনের (Drone) মাধ্যমে পাকিস্তান (Pakistan) থেকে মাঝে মধ্যেই মাদক (Drug) ও অস্ত্র (Arms) পাচারের (Smuggle) অভিযোগ ওঠে ভারতে (India)। এবার এই কথা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শদাতা (Pakistan PM's advisor)। জানালেন পাকিস্তানের চোরাকারবারীরা হেরোইনের (Heroin) মতো নিষিদ্ধ মাদক (illicit drugs) ভারতে পাচারে জন্য ড্রোন ব্যবহার করে।
পাকিস্তানের জিও নিউজের একজন সাংবাদিক হামিদ মীর (Hamid Mir)-কে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতিরক্ষা সংক্রান্ত মন্ত্রকের বিশেষ সহযোগী মালিক মহম্মদ আহমদ খান (Malik Muhammad Ahmad Khan)। তিনি ভারতের পাঞ্জাব সীমান্তের ওপারে থাকা পাকিস্তানের কাসুর শহরের আঞ্চলিক বিধানসভারও সদস্য।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ওই সাক্ষাৎকারের একটি ভিডিয়ো পোস্ট করেছেন হামিদ মীর। যেখানে পাকিস্তানের চোরাকারবারীরা যে ড্রোনের মাধ্যমে ভারতে মাদক পাচার করে সেকথা স্বীকার করেছেন মালিক মহম্মদ আহমদ খান।
গত ১৭ জুলাই পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর টুইট করেন, প্রধানমন্ত্রীর পরামর্শদাতা মালিক মহম্মদ আহমদ খান একটা বড় সত্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন যে পাকিস্তান-ভারত সীমান্তে থাকা বন্যা কবলিত কাসুর থেকে ড্রোনের মাধ্যমে চোরাকারবারীরা হেরোইন পাচার করে। আহমদ খান বন্যাদুর্গত মানুষদের জীবনযাপনের স্বার্থে বিশেষ আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, বিশেষ আর্থিক সাহায্য না দেওয়া হলে ওই মানুষগুলি চোরাকারবারীদের সঙ্গে যোগ দিতে পারেন।
ওই ভিডিয়ো ক্লিপে মালিক খানকে বলতে শোনা যাচ্ছে, সীমান্তরেখার কাছে অবস্থিত কাসুর একটি রেঞ্জার এলাকা। সীমান্ত এলাকায় কিছু নিয়মনীতি থাকার জন্য ওখানে স্পর্শকাতর অবস্থা রয়েছে।
হামিদ মীর যখন তাকে ক্রস বর্ডার মাদক চোরাকারবারের বিষয়ে প্রশ্ন করেন তখন বিষয়টি স্বীকার করে নেন খান। এপ্রসঙ্গে বলে, হ্যাঁ ড্রোনের মাধ্যমে মাদক পাচারের ঘটনা ঘটেছে এবং এটা খুবই দুর্ভাগ্যজনক। সম্প্রতি দুটি আলাদা ঘটনায় ১০ কেজি হেরোইন ড্রোনে বেঁধে সীমান্তের ওপারে পাঠানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সংস্থা এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। আরও পড়ুন: Singapore Woman Executed: ১৯ বছর পর সিঙ্গাপুরে ফাঁসি এক মহিলাকে, দোষটা জানেন!