Photo Credits: ANI

ইসলামাবাদ: গোয়ায় (Goa) আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কাউন্সিলের (Shanghai Cooperation Organisation Council) বিদেশ মন্ত্রীদের বৈঠকে (Foreign Minister's meeting) যোগ দিতে বৃহস্পতিবার ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি (Foreign Minister Pakistan Bilawal Bhutto Zardari)। ইসলামাবাদের এই পদক্ষেপ এশিয়ার (Asia) এই অঞ্চলে পাকিস্তানের শান্তি (peace) বজায় রাখার প্রচেষ্টার উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করলেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif)।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে তিনি বলেন, "ভারতে (India) আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশ মন্ত্রীদের বৈঠকে পাকিস্তানের যোগ দেওয়ার সিদ্ধান্ত এসসিও-র সনদ (SCO Charter) ও বহুপাক্ষিকতার (multilateralism) প্রতি আমাদের প্রতিশ্রুতির (commitment) প্রমাণ দেয়। এই অঞ্চলে শান্তি (peace) ও স্থিতিবস্থা (stability) বজায় রাখতে আমরা আমাদের ভূমিকা পালন করার জন্য সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবসময় যোগাযোগ (connectivity), ব্যবসা (trade) ও পারস্পরিক সুবিধাজনক সহযোগিতার (mutually advantageous cooperation) হাত অন্যদের প্রতি বাড়িয়ে দিতে আগ্রহী।"

প্রসঙ্গত উল্লেখ্য, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে বৃহস্পতিবার গোয়ায় হাজির হচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি।  গোয়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে হাজিরার আগে ভিডিয়ো বার্তা দেন বিলাবল ভুট্টো। সেখান তিনি দাবি করেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্যপদকে পাকিস্তান কতটা গুরুত্ব সহকারে দেখে, ভারতে তাঁর হাজিরা থেকে সেই বিষয়টি স্পষ্ট। আরও পড়ুন: Russia-Ukraine War: ২৪টি ড্রোন ছুঁড়ল রাশিয়া, ১৮টি গুলি করে নামাল ইউক্রেন