Photo Credits: FB

ইসলামাবাদ: পাকিস্তান (Pakistan) যে সত্যিই দেউলিয়া হয়ে গেছে তার প্রমাণ মিলতে শুরু করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তেমনই প্রমাণ পাওয়া গেল বুধবার।

ওই প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif) বিদেশ মন্ত্রককে (Ministry of Foreign Affairs) একটি নির্দেশ (instructions) পাঠিয়েছেন। সেই নির্দেশে অবিলম্বে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা পাকিস্তানি দূতাবাসের (foreign missions) অফিসগুলি বন্ধ করতে বলা হয়েছে। অফিস ও কর্মীদের সংখ্যা এবং বিভিন্ন খরচ ১৫ শতাংশ কমাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ২০১৯ সালে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের (International Monetary Fund) সঙ্গে হওয়া ৬.৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি থেকে কমপক্ষে ১.১ বিলিয়ন মার্কিন ডলার যোগাড় করার মরিয়া চেষ্টা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অর্থমন্ত্রী ইশাক দার (Finance Minister Ishaq Dar)। চুক্তিতে নির্দিষ্ট হওয়া নির্ধারিত দিন পেরিয়ে গেলেও আইএমএফের শর্তাবলী পূরণ হয়নি বলে পাকিস্তানকে টাকা দেয়নি তারা। এমনকী কিছু শর্তও দিয়েছে যেগুলি পূরণ না হলে টাকা পাওয়ার আশা বিশ বাঁও জলে বলে মন্তব্য করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের হিসাব অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে যা ফরেন রির্জাভের পরিমাণ ছিল তাতে কোনওক্রমে ১০ থেকে ১৫ দিন রপ্তানি করা যেত। এখন সেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। টাকার যোগান না হলেও দিনের সংখ্যা কমছে। অবস্থা এমন জায়গায় গেছে যে প্রতিদিনই খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে অস্বাভাবিকভাবে।