দিল্লি, ১৬ জুলাই: প্রতিদিন মারধর করছে স্বামী (Husband)। তাও আবার প্রাক্তন স্বামী। প্রতিদিনের মারধর সহ্য করতে না পেরে এবার তা প্রকাশ্যে আনলেন টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালিকা। শুনতে অবাক লাগলেও, পাকিস্তানের জনপ্রিয় সঞ্চালিকা জসমীন মনজ়ুর (Pakistan TV anchor Jasmeen Manzoor) এবং গার্হস্থ্য হিংসার (Domestic Violence) অভিযোগ করলেন নিজের প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। নিজের এক্স হ্যান্ডেলে জসমীন মনজ়ুর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পাশাপাশি জসমীন বেশ কিছু ছবি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। যেখানে দেখা যায়, কোথাও জসমীনকে মেরে চোখ ফুলিয়ে দেওয়া হয়েছে। আবার কোথাও তাঁর মুখে কালশিটে পড়ে গিয়েছে মারের চোটে। যার বিরুদ্ধে এবার প্রকাশ্যে প্রতিবাদ করতে দেখা যায় পাকিস্তানের জনপ্রিয় সঞ্চালিকাকে।
জসমীন বলেন, মহিলাদের পেয়ে কেউ যদি নিজের প্রকৃত রং দেখাতে চায় চরিত্রের, তা অবাঞ্ছিত। আবার কোথাও বলেন, কখনও কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। জসমীন মনজ়ুরের এহেন ছবি দেখে অবাক হয়ে যান অনেকে। তবে এইসব ছবি দেখে কেউ অবাক হবেন না। এমন আরও ৫০টি ছবি তাঁর কাছে রয়েছে বলে জানান জসমীন।
আরও পড়ুন: Pakistan: তীর্থ করতে ইরাকে আর একা যেতে পারবেন না পাকিস্তানি শিয়া মুসলিমরা, নিয়ম বাঁধছে শেহবাজ় সরকার
দেখুন জসমীন মনজ়ুরের পোস্ট...
This is me . Yes this is my story my life destroyed by violent man. I leave my justice to my Allah pic.twitter.com/jZbwdnJ43u
— Jasmeen Manzoor (@jasmeenmanzoor) July 15, 2025
প্রাক্তন স্বামী কীভাবে তাঁর উপর অত্যাচার চালায়, সেই পোস্ট একের পর এক করতে শুরু করেন সঞ্চালিকা...
This can happen to anyone no one is safe even in the safety your house the most dangerous people are the ones you trust blindly pic.twitter.com/wjY765FWz9
— Jasmeen Manzoor (@jasmeenmanzoor) July 15, 2025
'এটা আমার গল্প, আমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে'
জসমীনকে কীভাবে মারধর করা হয়, সেই ছবি তিনি প্রকাশ করেন। লেখেন, 'আমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে। একজন অসভ্য মানুষ আমার জীবন ধ্বংস করে দিয়েছে। তাই বিচার আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি।' তবে নিজের প্রাক্তন স্বামীর নাম কোথাও উল্লেখ করেননি। শুধু তাঁর উপর যে অত্যাচার চালানো হয়েছে, তা প্রকাশ করেন জসমীন মনজ়ুর।
জসমীন বলেন, এসব প্রকাশ করবেন না বলে অনেকবার ভেবেছেন। তবে আর পারলেন না। তাঁর উপর যে অত্যাচার হয়েছে, তা প্রকাশ করতে বাধ্য হয়েছেন বলে জানান জসমীন মনজ়ুর। পাশাপাশি কোথায় কোন মহিলা এভাবে অত্যাচারিত হচ্ছেন, তার দিক নজর রাখা পুলিশ, প্রশাসনের দায়িক্ব। তাই প্রশাসন এবার নিজেদের চোখ খুলুক বলেও আবেদন করেন পাকিস্তানের জনপ্রিয় সঞ্চালিকা।
সোশ্যাল মিডিয়ায় মনজ়ুরের পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে
জসমীন মনজ়ুর যখনই নিজের উপর হওয়া অত্যাচারের ছবি পোস্ট করেন, নানাজন বিভিন্ন মন্তব্য করেন। কেউ বলেন, পাকিস্তানে থাকার অর্থ, এখানে কেউ নিরাপদ নন। কেউ আবার বলতে শুরু করেন, গার্হস্থ্য হিংসা ক্রমাগত শেষ করে দিচ্ছে আমাদের সমাজকে।
সবকিছু মিলিয়ে জসমীন মনজ়ুরের পোস্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।