প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

করাচি, ১১ সেপ্টেম্বর: Milk Gets Costlier Than Petrol During Muharram:  বেহাল অর্থনীতির পাকিস্তানে মহরমের বাজারদর আকাশ ছুঁল। ইমরান খানের পাকিস্তানে (Pakistan) দুধের দামে গলাকাটার জোগাড়। পেট্রোলের দ্বিগুণ মূল্যে বিক্রি হল দুধ। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, মহরম (Muharram) উৎসবের মরসুমে পাকিস্তানের শহরাঞ্চলে তড়তড়িয়ে বেড়ে যায় দুধের দাম। এই বছর পাকিস্তান ও সিন্ধ প্রদেশে (Sindh province) ১৪০ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে দুধ। দু' দিন আগে পাকিস্তানে জ্বালানীর দাম ছিল অনেকটাই বেশি। পেট্রল বিক্রি হচ্ছিল ১১৩ টাকায় এবং ৯১ টাকা ডিজেল। এখন দুধের দাম এসব কিছুকে ছাপিয়ে গিয়েছে।

পাকিস্তানের স্থানীয় এক দোকানদার জানায়, 'দুধের চাহিদা চরম পর্যায় পৌঁছেছে। করাচি ও অন্যান্য কিছু শহরে ১২০ টাকা থেকে ১৪০ টাকায় দুধ বিক্রি হচ্ছে'। আরও পড়ুন,  9-11-র বর্ষপূর্তিতে কাবুলে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরণ

পাকিস্তানে মহরমের তাজিয়া পরিক্রমাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় ছোট ছোট স্টল তৈরী করা হয়। সেখানে তাজিয়া শোভাযাত্রীদের ফলের রস, দুধ, ঠান্ডা জল ইত্যাদি পানীয় পরিবেশন করা হয়। ঠিক এই কারণেই দুধের এই প্রবল চাহিদা। তাই বেড়েও গিয়েছে দুধের দাম। কিন্তু তাতে একটুও চিন্তিত নন স্টলের মালিকেরা। স্টলের মালিকদের মধ্যে একজন বলেন, 'দুধের দাম এই বছর অনেকটাই বেড়ে গিয়েছে, কিন্তু আমরা যেহেতু প্রতিবার এটির আয়োজন করি তাই এইবছরও এর অন্যথা হবে না।'

করাচির (Karachi) পুলিশ কমিশনার (Police commissioner) ইফতিখার সালোয়ানির দাবি, তাদের পক্ষ থেকে দুধের দাম প্রতি লিটার ৯৪ টাকা করে বেধে দেওয়া হয়েছে।