ফাইল ফটো (Photo Credit: Instagram)

ইসলামাবাদ: এই প্রথমবার! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian Prime Minister Narendra Modi) প্রশংসা করতে দেখা গেল পাকিস্তানের (Pakistan) সংবাদমাধ্যমকে (Media)। সম্প্রতি পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সংবাদ সংস্থা এক্সপ্রেস ট্রিবিউন (Express Tribune) একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে ভারতের আর্থিক-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করতে দেখা গেছে এক বিশ্লেষককে।

শাহজাদ চৌধুরী (Shahzad Chaudhry) নামে ওই রাজনৈতিক (Political), নিরাপত্তা (security) ও প্রতিরক্ষা বিশ্লেষক (Defence analyst) তাঁর লেখায় উল্লেখ করেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে অর্থনীতি-সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করেছে ভারত। তাদের বিদেশনীতিও আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। দেশের জিডিপি ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছনোর পিছনেও অবদান রয়েছে মোদির। তাঁর নেতৃত্বেই অবিস্মরণীয় উন্নতি হচ্ছে ভারতের। তার জন্যই গোটা বিশ্বের মানুষ সেখানে মূলধন বিনিয়োগ করতে চাইছেন। বিদেশ নীতির ক্ষেত্রেও নিজেদের আলাদা পথের সৃষ্টি করেছে দিল্লি।

কৃষি ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, কৃষিক্ষেত্রে ভারতের অগ্রগতি পৃথিবীর অন্য যে কোনও দেশের থেকে অনেক ভালো। সেখানে এক একর জমিতে যা ফসল হয় তার নজির গোটা বিশ্বে খুঁজে পাওয়া মুশকিল। ১.৪ বিলিয়ন মানুষের দেশ হয়েও তারা যেভাবে স্থিতিশীল ও দৃঢ় হয়ে কৃষির কাজে উন্নতি করছে তা অন্যদের কাছে উদাহরণ তৈরি করেছে।

ওই প্রতিবেদনে নরেন্দ্র মোদির প্রশংসা করেন সাজ্জাদ চৌধুরী লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্র্যান্ড ইন্ডিয়া (Brand India) তৈরির জন্য যা করেছেন তা আগে কেউ করেনি। আজ ভারতের নাগরিকরা নিজেদের প্রয়োজন পূরণ করার পথ জানেন।