প্রতীকী ছবি (Photo Credit- IANS)

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের চেষ্টা। রাগের মাথায় মহিলার পা কেটে পাললো অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) সদ্দার থানা এলাকায়। প্রতিবেশীরা আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাঁর অভিযোগে ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে রবিবার সারগোদা চক দক্ষিণ থেকে মাজহার নামে অভিযুক্ত যুবককে আটক করা হয়। অভিযোগ, পুলিশ দেখে সে পালানোর চেষ্টা করছিল। সেই সঙ্গে গুলি চালিয়ে তাঁদের ওপর হামলার চেষ্টা করে সে। পাল্টা এনকাউন্টার অভিযানে আহত হয় সে। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন।

ঘটনার পর থেকেই পলাতক ছিল মাজহার

জানা যাচ্ছে, সম্প্রতি বছর ২২-এর ইরকা বিবির সঙ্গে মাজহারের কথা কাটাকাটি হয়। তখনই রাগের মাথায় তাঁর হাত-পা বেধে ফেলে অভিযুক্ত। তারপর ঘরের মধ্যে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে একটি পা কেটে দেয়। যন্ত্রণায় চিৎকার করে উঠলে ধরা পড়ার ভয়ে পালিয়ে যায় মাজহার। চিৎকার শুনে এলাকাবাসীরা ঘরে গিয়ে ইরকাকে উদ্ধার করে ডঃ ফায়সাল মাসুদ টিচিং হাসপাতালে নিয়ে যায়।

খুন করার পরিকল্পনা ছিল অভিযুক্তের

পুলিশসূত্রে খবর, ইরকাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল মাজহার। কিন্তু তাঁর চিৎকারে এলাকাবাসীরা জানতে পারে। সেই কারণেই ধরা পড়ার ভয়ে পালিয়ে যায় মাজহার। যদিও শেষমেশ রবিবার তাঁকে গ্রেফতার করা হয় এমনকী তাঁকে পালাতে সাহায্য করা ও বন্দুক দেওয়ার জন্যও অভিযুক্তের এক বন্ধুকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ।