করাচি, ২২ মে: ভেঙে পড়ল পাকিস্তান এয়ারলাইন্সের (Pakistan International Airlines) একটি বিমান। লাহোর থেকে করাচি (Karachi) যাওয়ার পথে সেটি ভেঙে পড়ে। বিমানে ১০৭ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিমানটি মালির মডেল কলোনির কাছে জিন্নাহ গ্রাউন্ড এলাকায় ভেঙে পড়েছে। খবরে বলা হয়েছে, বিমানটি প্রায় ১০০ জনেরও বেশি যাত্রী ছিল।
বিমানটির নম্বর ৮৩০৩। এতে ২০০ জনেরও বেশি যাত্রী বহন করার ক্ষমতা আছে এই বিমানের। তবে এই ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
Pakistan International Airlines (PIA) aircraft PK 8303 with 107 passengers (99 passengers and 8 crew) on board crashes near residential area of Pakistani city of Karachi. The aircraft took off from Lahore for Karachi. pic.twitter.com/VZ0BtZHzXV
— Pinky Rajpurohit (ABP News) 🇮🇳 (@Madrassan_Pinky) May 22, 2020
খবরে বলা হয়েছে, ভেঙে পড়়ার মিনিট খানেক আগেই বিমানবন্দরের সঙ্গে বিমানের যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থানে পৌঁছেছে। পাকিস্তানের অসামরিক বিমান মন্ত্রকের এক আধিকারিক বলেন, "বিমানটি করাচিতে ভেঙে পড়ে। আমরা যাত্রীর সংখ্যা নিশ্চিত করার চেষ্টা করছি। তবে প্রাথমিকভাবে এটিতে ৯৯ জন যাত্রী এবং ৮ জন বিমানকর্মী ছিলেন।"