Shah Mahmood Qureshi Threatens India: চিনের সঙ্গে সংঘাতের আবহেই ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Photo Credits: Getty Images)

ইসলামাবাদ, ২০ জুন: চিনের সঙ্গে সংঘাতের আবহেই ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Pakistan FM Shah Mahmood Qureshi)। তাছাড়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) অস্থায়ী সদস্য হিসাবে ভারতের অন্তর্ভুক্তির ইমরান খানের (Imran Khan) নেতৃত্বাধীন সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে ইসলমাবাদের কড়া প্রতিক্রিয়ার প্রতিফল ঘটছে। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত কোনও পদক্ষেপ নিলে পালটা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুরেশি। পাকিস্তান সংসদে তিনি বলেন, "সাবধান, সাবধান, ২০১৯ সালের ফেব্রুয়ারির কথা স্মরণ করুন এবং আমাদের প্রতি খারাপ দৃষ্টি দিলে দ্রুত প্রতিশোধের জন্য প্রস্তুত থাকুন।" কুরেশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরকে কটাক্ষ করে বলেন, "পাকিস্তানকে ভারতীয়রা দমন করতে পারেবে না।"

ভারত ও চিনের বাহিনীর মধ্যে লাদাখে সাম্প্রতিক মারাত্মক সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, "এই অঞ্চলে নাটকীয় পরিবর্তন ঘটেছে। চিন প্রকাশ্যে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে। নেপাল, যাকে পুরোপুরি ভারতের প্রভাবের অধীনে ভাবা হত, এখন ভারতের দখলে থাকা বিতর্কিত অঞ্চলকে তাদের বলে দাবি করছে। শ্রীলঙ্কা এবং ভুটানেরও আপত্তি ছিল। আফগানিস্তানও মনে করে যে ভারত শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে।" কুরেশির দাবি, ভারত বিচ্ছিন্ন হয়ে গেছে। নতুন দিল্লি চাপ অনুভব করছে। কুরেশির আরও দাবি, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি থেকে নজর ঘোরাতে নতুন দিল্লি যে কোনও ভুয়ো অপারেশন চালাাতে পারে। এনিয়ে পাকিস্তানের উদ্বেগ রয়েছে বলেও তিনি সংসদে জানিয়েছেন। আরও পড়ুন: India-China Face-Off: 'সরকার এলএসি-তে কোনও একতরফা পরিবর্তন করতে দেবে না', ধোঁয়াশা কাটিয়ে জানাল কেন্দ্রীয় সরকার

কুরেশির আক্রমণাত্মক মন্তব্য এমন সময়ে এসেছে যখন ইমরান খানের নেতৃত্বাধীন সরকার বিরোধী দলগুলির সমালোচনার মুখে পড়েছে রাষ্ট্রসংঘের প্ল্যাটফর্মে কাশ্মীরের বিষয়টি উত্থাপন করতে ব্যর্থ হওয়াতে। এছাড়াও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে ভারতকে ওয়াকওভার দেওয়ার বিষয়ে গুরুতর সমালোচনার মুখোমুখি হয়েছেন ইমরান খান। পাকিস্তান ভারতের বিপক্ষে ভোট দিয়েছে বলেও কুরেশি জানিয়েছেন। তিনি বলেন, "যদিও গোপন ব্যালটে ভোট হয়েছে। তবুও পাকিস্তান প্রকাশ্যে বলেছে যে তারা ভারতের বিরুদ্ধে ভোট দিয়েছে।"