নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গিহানা (Pahalgam Terror Attack) পরবর্তী সংঘাতের জেরে আরও তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তানের (India Pakistan Relation) সম্পর্ক। ভারত থেকে সমস্ত পাক নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দেয় সরকার। বেঁধে দেওয়া হয় সময়। পাকিস্তানকে শায়েস্তা করতে স্থগিত করা হয় সিন্ধু জলবন্টন চুক্তি। সবমিলিয়ে ভারতের পদক্ষেপে চটে ইসলামাবাদ। আর সেই রাগেই এবার ভারতীয় কূটনীতিকদের (Indian Diplomats)হেনস্থা করছে পাকিস্তান। কূটনীতিকদের মৌলিক সুযোগ-সুবিধা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে পাকিস্তানের বিরুদ্ধে। প্রয়োজনীয় জিনিসপত্র পেতে সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় দূতাবাসের কর্মীদের। রান্নার গ্যাস, পানীয় জল এবং সংবাদপত্রও ঠিকমতো পাচ্ছেন না কর্মীরা। যার জেরে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
ভারতীয় কুটনীতিকদের হেনস্থা পাকিস্তানের
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পানীয় জল পেতে রীতিমতো বেগ পেতে হচ্ছে ভারতীয় কূটনীতিকদের। এছাড়া হাই কমিশন চত্বরে গ্যাস পাইপলাইন বসানো থাকলেও তাতে গ্যাস সরবরাহ করা হচ্ছে না। শুধু তাই নয়, কুটনীতিকদের আবাসনে যাতে রান্নার গ্যাস না পৌঁছয় সেই নির্দেশও দেওয়া হচ্ছে গ্যাস বিক্রেতাদের। যদিও এই ব্যাপারে কিস্তানের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই সমস্যার মুখে পড়ে খোলা বাজার থেকে বেশি দামে জিনিসপত্র কিনতে বাধ্য হচ্ছেন দূতাবাসের কর্মীরা। উল্লেখ্য, পাকিস্তানের এই আচরণ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা চুক্তিকে লঙ্ঘন করছে বলে মত বিশেষজ্ঞদের। ভিয়েনা চুক্তি অনুসারে, কোনও দেশকে অন্য দেশের কূটনীতিকদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা সুনিশ্চিত করতে হবে।
সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে ফুঁসছে পাকিস্তান, রাগে ভারতীয় কূটনীতিকদের উপর কোপ ইসলামাবাদের
Pakistan blocks basic amenities like water and gas for Indian diplomats and families in Islamabad: https://t.co/VVNHP76HgU | Maybe @BCCI has a solution...
— जयदीप प्रभु | ג'יידיפ פראבהו (@orsoraggiante) August 13, 2025