ইসলামাবাদ: পাকিস্তানের (Pakistan) রাজনীতিতে (Politics) সেনাবাহিনীর (Army) প্রভাব (involvement) বিস্তারের কথা সর্বজনবিদিত। পুরো বিশ্বই তা জানে। সম্প্রতি পাকিস্তানের শাসন বিভাগকে সেনার হাত থেকে মুক্ত করার জন্য লংমার্চ শুরু করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও (Imran Khan)। ঠিক সেই সময়ে নিজের বিদায়বেলায় পাকিস্তানের রাজনীতিতে সেনার মাথা গলানোর কথা কার্যত স্বীকার করে নিলেন সেদেশের সেনাপ্রধান (Army Chief) জেনারেল কামার জাভেদ বাজওয়া (General Qamar Javed Bajwa)। এই মাসের শেষের দিকে তাঁর অবসর (retire) নেওয়ার কথা। তার আগে এই মন্তব্য পাকিস্তানের রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিল।
পাকিস্তানের প্রতিরক্ষা (Defence) ও শহিদ দিবসের (Martyrs Day) অনুষ্ঠানে (ceremony) বক্তব্য রাখতে গিয়ে বুধবার একথা স্বীকার করেন তিনি। পাশাপাশি পাকিস্তানের সেনা আর দেশের রাজনীতিতে মাথা গলাবে না ঠিক করেছে বলেও উল্লেখ করেন।
এপ্রসঙ্গে বলেন, "সারা বিশ্বেই সৈনিকদের কখনও কখনও সমালোচনার সম্মুখীন হতে হয়। কিন্তু, আমাদের সেনাবাহিনীকে সবসময়ই সমালোচনা (criticism) করা হয়। আমার মনে হয়, এর কারণ হল রাজনীতিতে সেনার মাথা গলানো। তাই গত ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ঠিক করেছে যে তারা আর রাজনীতিতে মাথা গলাবে না। কারণ দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষরাই সেনার সমালোচনা করে থাকে। অনেক খারাপ ভাষাও (inappropriate language) ব্যবহার করে। রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের সেনাবাহিনীর সমালোচনা করার অধিকার আছে। কিন্তু, ভাষা প্রয়োগের বিষয়ে সচেতন থাকা উচিত।"
পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে তিনি শেষবারের মতো বক্তব্য রাখছেন বলেও বুধবার জানান বাজওয়া। বলেন, "আমি খুব তাড়াতাড়ি অবসর নিচ্ছি। তাই এবার এই অনুষ্ঠানটি করতে একটু দেরি হয়ে গেল।"
Pakistan Army Chief admits military involvement in politics
Read @ANI Story | https://t.co/1qWOUUJAcp#Pakistan #QamarJavedBajwa #PakistanArmyChief pic.twitter.com/6oDodHhvLT
— ANI Digital (@ani_digital) November 23, 2022