দিল্লি, ১৬ অক্টোবর: পাকিস্তানের (Pakistan) সঙ্গে আফগানিস্তানের (Afghanistan) যে লড়াই শুরু হয়েছে, তা নিয়ে আলটপকা দাবি করলেন খোয়াজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, 'তালিবান ভারতের (India) হয়ে পাকিস্তানের সঙ্গে ছায়া যুদ্ধ চালাচ্ছে। দিল্লি থেকে যা বলা হচ্ছে, তালিবান সেইভাবে কাজ করছে। পাকিস্তানের বিরুদ্ধে কীভাবে লড়বে, দিল্লি থেকে সেই সিদ্ধান্ত জানানো হচ্ছে তালিবানকে।'
পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের (Pakistan-Afghanistan Clash) এই যুদ্ধ বিরতি বহাল থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হয় পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফকে। আর সেখানেই তিনি তালিবানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের পিছনে 'ভারতের হাত রয়েছে' বলে দাবি করেন খোয়াজা আসিফ (Pakistan's Defence Minister Khawaja Asif)।
ভারতের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে দিয়ে পাকিস্তান ছায়া যুদ্ধ চালায়। যা গোটা বিশ্বের সামনে বার বার এসেছে। তবে তা নিয়ে কোনও সময় মন্তব্য করতে শোনা যায়নি পাকিস্তানকে। এমনকী, জইশ-ই-মহহম্মদ, হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তইবার মত জঙ্গি সংগঠনগুলি যখন ভারতের উপর হামলা চালায়, পাকিস্তান হাত গুটিয়ে বসে তা প্রত্যক্ষ করে।
শুনুন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের দাবি...
#BREAKING: Big allegation by Pakistan’s Defence Minister Khawaja Asif against Taliban and India.
“Taliban is fighting India’s proxy war against Pakistan. Their decisions are being sponsored by New Delhi”, responding to a question on whether Afghanistan-Pakistan ceasefire will… pic.twitter.com/VKnDWU62gd
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 16, 2025
এমনকী জঙ্গি সংগঠনগুলিকে জামাই আদর করে নিজেদের মাটিতে ডালপালা বিস্তার করতেও দিয়েছে পাকিস্তান। আর এবার নিজের দেশের একাধিক সম্প্রদায় (পাশতুন, বালোচ) যখন পাক সরকার এবং পাক সেনার উপর লড়াই শুরু করে আফগানদের সঙ্গে নিয়ে, সেই সময় ভারতের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুরু করেছে ইসলামাবাদ।