পাকিস্তানে (Pakistan) ফের ঘটল বিস্ফোরণের ঘটনা। এবার ভরা ক্রিকেট স্টেডিয়ামকে টার্গেট করেছে আতঙ্কবাদীরা। শনিবার উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে ঘটনাটি ঘটে। যেখানে এদিন একটি ক্রিকেট ম্যাচ চলছিল। আর তা দেখতে জমায়েত হয়েছিলেন একাধিক দর্শক। যাঁদের মধ্যে শিশুরাও ছিলেন। ম্যাচ চলকালীন স্টেডিয়ামের দর্শক আসনের একটি প্রান্ত বিস্ফোরণে কেঁপে ওঠে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ।

বিস্ফোরণে আহত এক ব্যক্তি

জানা যাচ্ছে, এদিন বাজাউর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ চলছিল। সেই সময় আচমকাই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের জেরে স্টে়ডিয়ামের একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। হামলায় মৃত ব্যক্তি একজন দর্শক ছিলেন। আহতদের মধ্যে কয়েকজন নাবালকও রয়েছে। তড়িঘড়ি তাঁদের করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই আপাতত তাঁদের চিকিৎসা চলছে।

দেখুন ভিডিয়ো

আইইডি বিস্ফোরণে ঘটে স্টেডিয়ামে

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এটি একটি আইইডি বিস্ফোরণ হামলা ছিল। যদিও কোনও সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।