নয়াদিল্লিঃ ভারতীয় পর্যটকদের জন্য সুখবর। এবার কাতার (Qatar) বেড়াতে গিয়ে আর নগদ অর্থ বা মুদ্রা বিনিময় নিয়ে আর চিন্তা করতে হবে না। সহজে ইউপিআই (UPI)-এর মাধ্যমে টাকার লেনদেন করা যাবে। হ্যাঁ সম্প্রতি ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL) কাতার ন্যাশনাল ব্যাঙ্কের(QNB) সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই উদ্যোগের ফলে ভারতীয় ভ্রমণকারীরা নগদ বা মুদ্রা বিনিময় ছাড়াই কাতারে সহজেই পেমেন্ট করতে পারবেন।
কাতার ন্যাশনাল ব্যাঙ্ক (QNB)-অনুমোদিত মার্চেন্ট এবং 'নেটস্টারস'-এর পেমেন্ট সলিউশন দ্বারা চালিত পয়েন্ট-অফ-সেল মেশিনে ইউপিআই কিউআর কোড(UPI QR Code) স্ক্যান করে পেমেন্ট করা যাবে। জানা গিয়েছে এই পরিষেবা পাওয়া যাবে কাতার ডিউটি ফ্রি স্টোরগুলিতে। পরে কাতারের অন্যান্য প্রধান বাজার এবং পর্যটন কেন্দ্রগুলিতেও মিলবে এই পরিষেবা। কাতারে আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ভারতীয়রা। ইউপিআই চালু হওয়ার ফলে ভারতীয় ভ্রমণকারীদের নগদ অর্থ বহন এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের ঝামেলা থেকে মুক্তি মিলবে। কাতারে তাঁরা ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যয় করতে সক্ষম হবেন, যার ফলে তাদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সুবিধাজনক এবং নিরাপদ হবে।
এই পরিষেবা নিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রিতেশ শুক্লা বলেন, "এই অংশীদারিত্ব ইউপিআই-এর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক গড়ে তোলার দিকে একটি বড় পদক্ষেপ।" অন্যদিকে কাতার ন্যাশানাল ব্যাঙ্ক-এর গ্রুপ চিফ বিজনেস অফিসার ইউসুফ মাহমুদ আল-নিমা বলেন, "এই উদ্যোগ কেবল ভারতীয় পর্যটকদেরই উপকৃত করবে না বরং কাতারের খুচরা ও পর্যটন খাতকেও সমৃদ্ধ করবে। স্থানীয় ব্যবসায়ীরা আরও বেশি গ্রাহক পাবেন এবং ডিজিটাল লেনদেনের সংখ্যা বৃদ্ধি পাবে।"
তবে আর লেনদেন নিয়ে ঝামেলা নেই, মধ্যপ্রাচ্যের এই দেশে চালু ইউপিআই পরিষেবা
🚨Breaking News: UPI payments are now live in Qatar.
Indians can make seamless payments at duty-free stores.
8th country to join the UPI network. pic.twitter.com/3cUHAHRu8a
— Indian Tech & Infra (@IndianTechGuide) September 24, 2025