সিওল, ৪ জুলাই: মাস্কবিধি তুলে নিতেই বিপদে উত্তর কোরিয়া। রিপোর্টে প্রকাশ, উত্তর কোরিয়ায় কোভিডবিধি শিথিল হতেই, সেখানে মাস্ক পরা বন্ধ করে দেন বেশিরভাগ মানুষ। ফলে সেখানে বেশিরভাগ মানুষ নতুন করে জ্বরে আক্রান্ত হতে শুরু করেন। এমনকী জ্বরের সঙ্গে চর্মরোগ যেমন দেখা দিতে শুরু করে, তেমনি চোখে সংক্রমিত হতে শুরু করে অনেকে। ফলে কিম জং উন কোভিড যুদ্ধে জয় পেয়েছেন বলে ঘোষণা করলেও, উত্তর কোরিয়ার মানুষ ঘরের বাইরে বেরোলেই মাস্ক পরা শুরু করেছেন বলে খবর।
২০২০ সাল থেকে কোভিডের জেরে গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ায়। চিনে সংক্রমণ দেখা দেওয়ার পর তা ক্রমশ আমেরিকা, ইউরোপে ছড়িয়ে পড়ে হু হু করে। এরপর কোভিডের চরম সংক্রমণ দেখা দেয় ভারত জুড়ে। যার জেরে শুরু হয় লকডাউন। এবার কোভিড ভীতি কাটিয়ে ক্রমশ ছন্দে ফিরতে শুরু করে প্রায় গোটা বিশ্ব।