Nobel Prize 2019: সাহিত্যে নোবেল পেলেন ওলগা তোকার্কজুক ও পিটার হান্দকে
ওলগা তোকার্কজুক ও পিটার হান্দকে (Photo Credits: Nobel Academy)

স্টকহোম, ১০ অক্টোবর : এবছর সাহিত্যে দুই বছরের নোবেল পুরস্কার ঘোষণা করল সুইডিশ অ্যাকাডেমি। এবছর সাহিত্যে নোবেল পেয়েছেন অস্ট্রিয়ান লেখক পিটার হান্দকে। ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন পোলিশ লেখক ওলগা তোকার্কজুক। বৃহস্পতিবার সময় বিকেল সাড়ে পাঁচটায় এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অস্ট্রিয়ান সাহিত্যিক হান্দকের নাম ঘোষণার সময়ে নোবেল কমিটি জানিয়েছে, মানব জীবনের বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনায় বিশেষ মৌলিকত্ব তাঁর সাহিত্যের বৈশিষ্ট্য। গতবছর অর্থাৎ ২০১৮ সালে সাহিত্যে কাউকে নোবেল দেওয়া হয়নি। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব এবং যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল তাই তা স্থগিত রাখা হয়েছিল। এক বছর পর আজ তাই একইসঙ্গে দু'বছরের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।

২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া ওলগা তোকার্কজুকের জন্ম ১৯৬২ সালে। বাণিজ্যিকভাবে নিজের প্রজন্মের সবচেয়ে সফল লেখক বলে মনে করা হয় তাঁকে। ২০১৮ সালে ‘ফ্লাইটস’ উপন্যাসের জন্য ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন তিনি। এর আগে ১৪ জন নারী সাহিত্যে নোবেল পেয়েছেন। প্রয়াত টনি মরিসন একমাত্র কৃষ্ণাঙ্গ নারী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া অস্ট্রিয়ান লেখক পিটার হান্দকের জন্ম ১৯৪২ সালে। উপন্যাস, নাটক লেখার পাশাপাশি অনুবাদক হিসেবেও খ্যাতি রয়েছে এই নোবেল জয়ীর। আরও পড়ুন: বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা

অলগা তোকার্কজ়ুকের নাম ঘোষণার সময়ে নোবেল কমিটি জানায়, ওলগার সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য তীব্র আবেগ নির্ভর কল্পকথন, যা দেশ-কালের সীমা অতিক্রম করে শাশ্বত সত্যের মুখোমুখি দাঁড় করায় পাঠককে৷