বেলগ্রেড: আমেরিকার বিভিন্ন স্কুলে এতদিন বন্দুকবাজের হামলায় পড়ুয়া ও অন্যান্যদের মৃত্যু হওয়ার কথা শোনা যেতে। এবার সেই দৃশ্য দেখা গেল সার্বিয়ার (Serbia) রাজধানী বেলগ্রেডে (Belgrade)। বুধবার সকালে বেলগ্রেডের মধ্য ভ্রাকার জেলার ভ্লাদিস্লাভ রিবানিকার (Vladislav Ribinkar) একটি প্রাথমিক স্কুলে এক খুদে পড়ুয়া এলোপাথাড়ি গুলি (opened fire) চালিয়ে একজন নিরাপত্তারক্ষী ও আটজন পড়ুয়াকে নির্মমভাবে হত্যা করল। পরে ওই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, বাবার বন্দুক নিয়ে এসে হামলা চালিয়েছে ২০০৯ সালে জন্ম নেওয়া ওই কিশোর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ১৪ বছর বয়সী এক কিশোর বুধবার সকালে স্কুলে আসার পর আচমকা বন্দুক বের করে ক্লাসের শিক্ষকের উপর গুলি চালায়। তারপর ক্লাস থেকে বেরিয়ে অন্যান্য পড়ুয়াদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। সেই সময় স্কুলের এক নিরাপত্তারক্ষী তাকে আটকাতে গেলে তাঁর উপরও গুলি চালায় ওই পড়ুয়া।
এর ফলে স্কুলের ওই নিরাপত্তারক্ষী ও আটজন পড়ুয়ার মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও সাতজন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি স্কুল ও তার সংলগ্ন এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ শিক্ষক বর্তমানে গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর পাশাপাশি আরও ৬ জন শিশু পড়ুয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে। ধৃত বন্দুকবাজকে জেরা করে কেন সে এই ধরনের ঘটনা ঘটাল তা জানার চেষ্টা করছে পুলিশ। আরও পড়ুন: Vladimir Putin: পুতিনকে খুন করতে ড্রোন পাঠাল ইউক্রেন? বিস্ফোরক দাবি রাশিয়ার, দেখুন ভিডিয়ো
Nine people were killed and seven others injured on Wednesday after a 14-year-old boy allegedly opened fire in an elementary school in #Serbia, according to the interior ministry and local media. pic.twitter.com/w4VPcJe1sb
— IANS (@ians_india) May 3, 2023