প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও খ্রিস্টোফার লুক্সন (ছবিঃX)

নয়াদিল্লিঃ পাঁচদিনের ভারত(India) সফরে আসতে চলেছেন নিউজিল্যান্ডের(New Zealand) প্রধানমন্ত্রী খ্রিস্টোফার লুক্সন(New Zealand PM Christopher Luxon)। আজ, রবিবার ভারতের মাটিতে পা দেবেন তিনি। এই প্রথম ভারতে আসতে চলেছেন লুক্সন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi) আমন্ত্রণেই ভারতে আসছেন তিনি। থাকবেন আগামী ২০ মার্চ পর্যন্ত। এই পাঁচদিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে কিউয়ি প্রধানমন্ত্রীর। ঘুরে দেখবেন ভারতের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থান।

ভারত সফরে কী কর্মসূচি রয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর?

আগামী ১৭ মার্চ তিনি চলে যাবেন রাজঘাটে। সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি। এরপর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। ব্যবসা, নিরাপত্তা, দুই দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার। এদিন একসঙ্গে খাওয়া-দাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। লুক্সনের জন্য থাকবে নানা ভারতীয় পদ। এছাড়া এদিন দিল্লির দশম রাইসিনা ডায়ালগ অনুষ্ঠানে যোগ দেবেন লুক্সন। সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। এরপর ১৯ ও ২০ মার্চ মুম্বই শহর ঘুরে দেখবেন তিনি। সেখানে বিভিন্ন নামজাদা সংস্থার কর্ণধার ও শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আগামী ২০ মার্চ ভারত সফর শেষ করে নিউজিল্যান্ডে উড়ে যাবেন লুক্সন, এমনটাই সূত্রের খবর।

মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী