নিউ ইয়র্ক, ১৯ সেপ্টেম্বর: অ্যামেরিকার নিউ ইয়র্কের (New York) রোচেস্টারে (Rochester) গুলি চলল। জানা যাচ্ছে, কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জরুরি পরিষেবাগুলি ঘটনাস্থানে পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে বারোটার ঠিক আগে গুলি চলার ঘটনাটি শুরু হয়েছিল গুডম্যান স্ট্রিট এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের কাছে।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ঘটনাস্থানে দু'জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং কমপক্ষে ১২ জনকে গুলি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
At least two people dead and eight wounded in mass shooting in Rochester, New York.
Rest In Peace pic.twitter.com/FFLaT27mnu
— Oderah Harrison (@OderahHarrison) September 19, 2020
চলতি মাসে এনিয়ে অ্যামেরিকায় দ্বিতীয়বার গুলি চলার ঘটনা ঘটল। ৭ সেপ্টেম্বর ব্রুকলিন, ব্রোনক্স ও ম্যানহ্যাটনে আততায়ীর গুলিতে ১৩ জন জখম হন।