নেপালের (Nepal) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রামচন্দ্র পাউডেল (Ram Chandra Paudel)। রামচন্দ্র পাউডেল তাঁর প্রতিদ্বন্দ্বী সুভাস চন্দ্র নেমব্যাঙ্গকে ১৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। পাউডেল পান ৩৩,৮০২ ভোট। অন্যদিকে সুভাস চন্দ্র নেমব্যাঙ্গ পান ১৫,৫১৮ ভোট। নেপালের নির্বাচন কমিশনের তরফে বৃহস্পতিবার বিকেলে এই খবর প্রকাশ করা হয়।
আরও পড়ুন: Nepal: রাষ্ট্রপতি নির্বাচনের উত্তেজনায় ফুঁটছে নেপাল
Ram Chandra Paudel elected as President of Nepal. Paudel secured 33,802 electoral votes while his rival Subash Chandra Nembwang secured 15,518 electoral votes: Election Commissioner
— ANI (@ANI) March 9, 2023