কাঠমুন্ডু, ১১ জুলাইঃ নেপালে (Nepal) নিখোঁজ হওয়া হেলিকপ্টারের হদিশ পেলেন অনুসন্ধানকারী দল। দুধকুন্ডা পৌরসভা-২ এর সীমান্ত থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (Nepal Helicopter Crash)। মিলেছে পাঁচ জনের মৃতদেহ। উদ্ধারকৃত মৃতদেহগুলোর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলেন জানালেন কোশি প্রদেশ পুলিশের ডিআইজি।
মঙ্গলবার সকালে নেপাল (Nepal) থেকে আচমকাই নিখোঁজ হয় ওই যাত্রী বোঝাই হেলিকপ্টার। ক্যাপ্টেন সহ কপ্টারে ছিলেন মোট ৫ জন বিদেশি যাত্রী। সোলুখুম্বু থেকে কাঠমান্ডু যাচ্ছিল হেলিকপ্টারটি। সকাল ১০টার দিকে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে আর কোন ভাবেই যোগাযোগ স্থাপন করা যায়নি কপ্টারের সঙ্গে। শুরু হয় নিখোঁজ হওয়া হেলিকপ্টারের তল্লাশি। বেলা গড়াতে মিলেছে কপ্টারের ধ্বংসাবশেষ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ৫টি লাশ। কিন্তু ক্যাপ্টেন মিলিয়ে সেখানে ছিলেন ৬ জন। অথচ উদ্ধার ৫টি মৃতদেহ। খোঁজ চলছে আরও এক জনের।
কোশি প্রদেশ পুলিশের ডিআইজি রাজেশনাথ বাস্তোলা সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি লিখু পিকে গ্রাম পরিষদ এবং দুধকুন্ডা পৌরসভা-২ এর সীমান্ত থেকে উদ্ধার হয়েছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত কোন গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করছেন তাঁরা (Nepal Helicopter Crash)।