
ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বদলে হিন্দু রাষ্ট্রের তকমা ফিরিয়ে আনা হোক। এই দাবি নিয়ে এই মুহূর্তে সরগরম নেপালের রাজ্য রাজনীতি। ২০০৬ সালে রাজতন্ত্র অবসানের পর দুই বছরের মধ্যে নেপালকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে শাসক দল। কিন্তু বিগত কয়েকমাস ধরে নেপাল কংগ্রেসের ২২ জন্য বৈদিক সনাতনি হিন্দু রাষ্ট্রের দাবি জানিয়েছেন। এমনকী এই দাবির সমর্থন জানিয়েছেন সেদেশের রাষ্ট্রপতিও। নেপালি কংগ্রেসের সাংসদ ভান্ডারী জানিয়েছেন, ‘দেশের বর্তমান অবস্থা দেখে জনগন হতাশ’। যদিও নেপালি কংগ্রেসের বাকি নেতৃত্ব এই সিদ্ধান্তে বিপক্ষে বলেই জানা গিয়েছে।
BIG NEWS 🚨 Calls grow in Nepal for restoration of Hindu state 🔥🔥
Leaders of major political parties are calling for the restoration of the Hindu state in Nepal by establishing the 'Vaidik Sanatan Hindu State' 🚩
22 Central Working Committee members of Nepali Congress have… pic.twitter.com/vAhv7clilj
— Times Algebra (@TimesAlgebraIND) February 21, 2024