অনেক খোঁজের পর সন্ধান মিলল ইয়েতি ATR-72 বিমানের ব্ল্যাক-বক্সের (Black Box)। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকালে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মিলেছে নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভেঙে পড়া ইয়েতি এয়ারলাইন্সের বিমানের ব্ল্যাক-বক্স। ব্ল্যাক-বক্স বা ফ্লাইট রেকর্ডারে বিমানের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে, যা কোনো বিমান দুর্ঘটনার তদন্তে ব্যবহৃত হয়। পাশাপাশি এতে বিমান নিরাপত্তা সহ সব কিছুই রেকর্ড থাকে, তাই এবার জানা যাবে ঠিক কী কারণে বিমানটি দুর্ঘটনার মুখে পড়ল।
রবিবার, মধ্য নেপালের পোখরাতে বিমানবন্দরে নামার ঠিক আগে ভেঙে পড়ে বিমানটি। বিমানের ৬৮জন যাত্রী ও ৪জন ক্রু দুর্ঘটনায় মারা যান। বিমানটিতে পাঁচজন ভারতীয় ছিলেন।
দেখুন টুইট
Nepal aircraft crash | The black box of the crashed plane found: Sher Bath Thakur, airport official Kathmandu to ANI
Visuals of the search and rescue operation at Pokhara. pic.twitter.com/Qqhz68Glym
— ANI (@ANI) January 16, 2023
পোখারা থেকে নেপালের রাজধানীতে কাঠমান্ডুতে যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। টেক অফের ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। বিমানটি ১৫ বছরের পুরনো ছিল।