
নয়াদিল্লিঃ দীর্ঘ ৯ মাসের অপেক্ষার অবসান। জয় হল বিজ্ঞানের। অবশেষে মহাকাশ জয় করে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর (Butch Wilmore)। আর ঘরের মেয়ে ঘরে ফিরতেই উচ্ছ্বাসে মাতল সুনীতার পৈতৃক গ্রাম ঝুলাসন। গুজরাটের মেহসানা জেলায় অবস্থিত এই গ্রাম। মঙ্গলবার থেকেই সুনীতাদের নিরাপদে ফেরার প্রার্থনা জানিয়ে গ্রামে শুরু হয় যজ্ঞ। শুধু তাই নয়, বোন যেন নিরাপদে ফিরে আসেন সেই প্রার্থনা করেই গুজরাটের বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন খুড়তুতো দাদা দীনেশ রাওয়াল। আর বুধ ভোরে সুনীতাদের ঘরে ফেরার খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় বেরিয়ে আনন্দ উদযাপনে মাতেন গ্রামবাসীরা। শুরু হয় আরতি। এক কথায় উৎসবের মেজাজে ধরা দেয় গোটা গ্রাম।
সুনীতা ঘরে ফেরায় উৎসবের মেজাজে গুজরাটের গ্রামে
প্রসঙ্গত, মাত্র ৮ দিনের জন্য মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ। কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য ৯ মাস মহাকাশে আটকে থাকতে হয়েছে তাঁদের। অবশেষে বুধে সমস্ত অপেক্ষা উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সুনীতাদের নিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরেছে স্পেস এক্সের মহাকাশযান। মঙ্গলবার সুনীতার খুড়তুতো দাদা দীনেশ রাওয়াল সংবাদমাধ্যমকে বলেন, "আমরা পুরো পরিবার সুনীতার ফেরার অপেক্ষায় আছি।নীতার মা, ভাই ও বোন-সহ পরিবারের সবাই খুশি যে ও বাড়ি ফিরছে। ও যেন নিরাপদে ফিরতে পারি এটুকুই প্রার্থনা। আমাদের জন্য এটা একটা বড় দিন। ও আমদের গর্ব।"
সুনীতার সাফল্যে অকাল দীপাবলি গুজরাটের মেহসানায়
Sunita Williams Returns: Indian-Origin NASA Astronaut’s Home Village in Gujarat Celebrates Her Safe Return to Earth With Aarti and Prayers (Watch Videos)https://t.co/c6bryntSfy#SunitaWilliams #sunitawilliamsreturn #NASA #NASAastronauts #Gujarat
— LatestLY (@latestly) March 19, 2025