গুজরাটে বিমান দুর্ঘটনা ছবিঃPTI)

নয়াদিল্লিঃ গুজরাটে(Gujarat) বিমান দুর্ঘটনা(Flight Accident)! মেহসানায়(Mehsana) ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান। গুরুতর আহত মহিলা পাইলট। জানা গিয়েছে, বিমানে সফরকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ট্রেনি পাইলট। যার জেরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন ও এয়ারফোর্সের দল। জানা গিয়েছে, এদিন দুর্ঘটনাটি ঘটেছে মেহসানা জেলার উচরপি গ্রামের কাছে। ওই গ্রামের একটি খোলা মাঠে ভেঙে পড়ে বিমানটি। মেহসানা অ্যারোড্রোমে পাইলটদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানেই ট্রেনিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে বিমানটি। গুরুতর আহত হন মহিলা পাইলট। তাঁকে কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুজরাটে বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল বিমান, আহত পাইলট

কীভাবে এই ঘটনা ঘটল তার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে ভারতীয় বিমান বাহিনী। প্রাথমিক তদন্তের রিপোর্টে প্রযুক্তিগত সমস্যার কথা উঠে এসেছে। স্থানীয় পুলিশের মতে, প্রযুক্তিগত সমস্যার জেরেই এই দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার কারণ পাইলটের শারীরিক অসুস্থতা  নাকি বিমানের যান্ত্রিক ত্রুটিই দুর্ঘটনার মূল কারণ তা এখনও নিশ্চিত করা যায়নি।

মাঝ আকাশে আচমকা অসুস্থ পাইলট, ভেঙে পড়ল বিমান