দিল্লি, ৪ সেপ্টেম্বর: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) বৈঠকে পুতিনের (Vladimir Putin) সঙ্গে মোদীর (Narendra Modi) কী কথা হয়! রুশ (Russia) প্রেসিডেন্ট যখন ভারতের (Indian PM) প্রধানমন্ত্রীর জন্য গাড়িতে অপক্ষা করেন এবং তাঁর সঙ্গে তিয়ানজিনের সভাস্থলে যান, সেই সময় চার চাকার অন্দরে দুই রাষ্ট্রনেতার মধ্যে কী কী কথা হয়, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। এবার সে বিষয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট জানান, আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে তাঁর কী কথা হয়, সে বিষয়ে তিনি মোদীকে সবকিছু জানিয়েছেন। মোদীর সঙ্গে যখন কথা হয়, তখন আলাস্কার বৈঠকের বিষয়ে কোনও কিছু গোপণ ছিল না। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে তাঁর কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে, তার সবকিছু তিনি ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে নিজেই বিবৃতি দেন রুশ প্রেসিডেন্ট।
রুশ সংবাদ সংস্থা তাস-এর তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। পুতিন যখন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের পর চিনে রয়েছেন, সেই সময়ই রুশ সংবাদ সংস্থার তরফে এই খবর প্রকাশ করা হয়।
২০২৫ সালের এসসিও সম্মেলনের আয়োজন করা হয় চিনের তিয়ানজিনে। ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর ছিল এসসিওর বৈঠক। যেখানে বিশ্বের প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধানরা হাজির হন। যার মধ্যে ভারত, রাশিয়া, চিন অন্যতম।
এসসিও-র বৈঠকের মাঝেই ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রীর জন্য ১০ মিনিট ধরে অপেক্ষা করেন। মোদী এলে তবেই বন্ধু ভারতের প্রধানমন্ত্রীকে গাড়িতে নিয়ে সভাস্থলের উদ্দেশে রওনা দেন প্রেসিডেন্ট পুতিন। যা নজর কাড়ে প্রায় গোটা বিশ্বের।