Narendra Modi, Donald Trump (Photo Credit: File Photo)

দিল্লি, ১৬ সেপ্টেম্বর: নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর যখন ৭৫ বছরের জন্মদিন, ঠিক সেই সময় ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্রাম্পের ফোন করে শুভেচ্ছার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যাতে আরও উন্নত হয়, সে বিষয়ে তিনি আশাবাদী। সেই সঙ্গে ইউক্রেন সমস্যার সমাধান যাতে করা যায় একসঙ্গে, সে বিষয়ে তাঁরা একসঙ্গে আলোচনা করে সমাধানের রাস্তা খোঁজার বিষয়ে আশাবাদী বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: 'India Won't Buy Our Corn': 'ভারত আমাদের একদানা ভুট্টাও কিনছে না', 'কান্নাকাটি' ট্রাম্প প্রশাসনের

দেখুন ট্রাম্পের ফোন প্রসঙ্গে নিজের ট্যুইটে কী লিখলেন প্রধানমন্ত্রী মোদী...

 

প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে পালটা ট্যুইট করেন। মার্কিন প্রেসিডেন্ট লেখেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দারুণ কথা হয়েছে। পাশাপাশি 'প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি' বলে জানান ট্রাম্প। নরেন্দ্র মোদী দারুণ কাজ করছেন। সেই সঙ্গে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য নরেন্দ্র মোদীর যে উদ্যোগ, তার প্রশংসাও করেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে, দিল্লির তরফেও কড়া জবাব দেওয়া হয়। এমনকী প্রধানমন্ত্রী মোদীকে সম্প্রতি ট্রাম্প ফোন করলেও, তিনি মার্কিন প্রেসিডেন্টের ফোনের জবাব দেননি বলে জানা যায়। যা নিয়ে আন্তর্জাতিক মহলেও শুরু হয় জোর চর্চা।