Muhammad Yunus (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৫ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের (UNGA) সাধারণ অধিবেশনে হাজির হয়েছেন মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। নিউ ইয়র্কে (New York) রাষ্ট্রসংঘের যে সাধারণ সম্মেলনে চলছে, সেখানে হাজির হয়ে ইউনূস বলেন, ভারতের (India) সঙ্গে বাংলাদেশের ,সম্পর্কের টানাপোড়েন চলছে। গত বছর শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে বাংলাদেশে যে বিক্ষোভ শুরু হয়, তা ভালভাবে নেয়নি ভারত। তার জেরেই দিল্লির সঙ্গে ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলছে বলে মন্তব্য করেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

এসবের পাশাপাশি শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন বলে দাবি করেন ইউনূস। আর তার জেরেই দিল্লির সঙ্গে তাঁদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে বলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দাবি করেন।

রাষ্ট্রসংঘের অধিবেশন উপলক্ষ্যে নিউ ইয়র্কে হাজির হয়ে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, তাঁদের দেশের ছাত্র যুবরা যে বিক্ষোভ করেন শেখ হাসিনার বিরুদ্ধে, তাতে দিল্লি সন্তুষ্ট নয়। তার জেরেই দুই দেশের সম্পর্ক টালমাটাল হয়েছে বলে ইউনূস দাবি করেন। এসবের পাশাপাশি ভারত থেকে প্রচুর 'ভুয়ো খবর' ছড়ায় বলেও দাবি করেন মহম্মদ ইউনূস।

শুনুন ভারত সম্পর্কে কী বললেন মহম্মদ ইউনূস...

ইউনূসের কথা অনুযায়ী, ভারত শেখ হাসিনাকে 'আশ্রয়' দিচ্ছে। যা দুই দেশের সম্পর্কের মধ্যে চিড় ধরিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, শেখ হাসিনার বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে বাংলাদেশে, তাকে 'ইসলামিক মুভমেন্ট' বলে দাবি করছে ভারত। 'প্রোপাগন্ডা' ছড়ানো হচ্ছে ভারত থেকে। 'মিথ্যে খবর' রটানো হচ্ছে। যে 'ভুয়ো খবরের' জেরেও দুই দেশের সম্পর্কে চিড় ধরছে বলে দাবি করেন ইউনূস।