নয়াদিল্লি: পাকিস্তানের (Pakistan) পাঞ্জাবে দুই নাবালিকা তাদের বাবাকে পুড়িয়ে (Burn) হত্যা করেছে। সোমবার লাহোর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে গুজরানওয়ালার মুঘল চকে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ৪৮ বছর বয়সী আলি আকবর তিনবার বিয়ে করেছিলেন। আকবরের প্রথম স্ত্রী মারা গিয়েছেন, বাকি দুই স্ত্রী ও সন্তান একটি ভাড়া বাড়িতে থাকেন। সোমবার আকবর যখন ঘুমাচ্ছিলেন সে সময় তাঁর ১২ ও ১৫ বছরের দুটি মেয়ে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয়।
দুই মেয়েকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশের কাছে জবানবন্দিতে তারা বলেছে, তাদের বাবা তাদের উপর যৌন নিপীড়ন করতেন। তারা বলে, আমরা দুজনেই আমাদের বাবার হাত থেকে রক্ষা পেতে বাবাকে হত্যার পরিকল্পনা করেছিলাম। আমরা তাঁর (বাইক) থেকে পেট্রোল নিয়ে তাঁর গায়ে ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশ নিহতের দুই স্ত্রীর জবানবন্দি রেকর্ড করছে।