Jaish-e-Mohammed Founder Masood Azhar (Photo Credit: X)

দিল্লি, ১৮ জুলাই: জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহার (Masood Azhar) পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) রয়েছে। ভাওয়ালপুর থেকে ১ হাজার কিলোমিটার দূরে গিলগিট বালটিস্তানে রয়েছে এই কুখ্যাত জঙ্গি। অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরেই জইশ প্রধান মাসুদ আজাহার রয়েছে বলে সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ পায় এই তথ্য।

সম্প্রতি মাসুদ আজাহারকে স্কার্দুর সডপাড়া রোড এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। ওই এলাকায় রয়েছে ২টি মসজিদ, মাদ্রাসা এবং একাধিক সরকারি এবং বেসরকারি অতিথিশালা। মসজিদ, মাদ্রাসায় ঘেরা সেই এলাকাতেই জইশ প্রধানকে ঘুরে বেড়াতে দেখা যায়। ওই ভিডিয়ো সামনে আসার পর এবার ফের একটি খবর প্রকাশ্যে আসে। যেখানে জানানো হয়, পাকিস্তান অধিকৃত কাশ্মীরেই রয়েছে মাসুদ আজাহার।

সম্প্রতি পাকিস্তানের (Pakistan) প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto)  দাবি করেন, মাসুদ আজাহার আফগানিস্তানে রয়েছে। এমনকী, মাসুদ আজাহারকে  যদি পাকিস্তানের মাটিতে খুঁজে পাওয়া যায়, তাহলে ইসলামাবাদ তাকে ভারতের হাতে তুলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। আল জাজিরার সাক্ষাৎকারে ভুটোট বলেন, ভারত যদি গোয়েন্দা সূত্র মারফৎ পাকিস্তানের সঙ্গে মাসুদ আজাহারের তথ্য আদান প্রদান করে, তাহলে হয়ত জইশ প্রধানকে গ্রেফতার করা যাবে এবং তাকে দিল্লির হাতে তুলে দেওয়া যাবে বলে মন্তব্য করেন বেনজির ভুট্টোর পুত্র। বিলাওয়াল ভুট্টোর ওই মন্তব্যের পরপরই এবার মাসুদ আজাহার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর উঠে আসে।

ভারতে (India)  যে সমস্ত জঙ্গি হামলা হয়, তার  অনেকগুলির মাস্টারমাইন্ড এই মাসুদ আজাহার। ২০১৬ সালের পাঠানকোট হামলা থেকে শুরু করে ২০১৯ সালের পুলাওয়ামায় হামলার মূল মাথা এই মাসুদ আজাহার। পুলওয়ামায় ২০১৯ সালে যে হামলা হয়, সেখানে ৪০ জন সেনা জওয়ান শহিদ হন। যা ভারতের অন্যতম বড় জঙ্গি হামলা বলে চিহ্নিত।

মাসুদ আজাহার কোথায় রয়েছে, সে বিষয়ে ইচ্ছাকৃতভাবে একাধিক ভুল তথ্য প্রকাশ করে জইশ-ই-মহম্মদ। মাসুদ আজাহারের পুরনো অডিয়ো ক্লিপস চালানো হয়। যাতে এই কুখ্যাত জঙ্গির ঠিকানা কোনওভাবে ভারত সন্ধান করতে না পারে, তার জন্য এই সমস্ত মিথ্যে খবর ছড়ানো হয়। তা সত্ত্বেও এবার ভারতের গোয়েন্দা দফতরের ইন্টেলে উঠে এলে, মাসুদ আজাহার পাকিস্তানের ঠিক কোথায় ঘাঁটি গড়ে রয়েছে।