দিল্লি, ২৬ জুলাই: মণিপুরের (Manipur) ভিডিয়ো দেখে চমকে উঠতে হয়েছে। মণিপুরে যেভাবে দুই মহিলাকে নগ্ন করে, চরম হেনস্থা করা হয়েছে, তার জেরে হতবাক। এবার মণিপুরের ভাইরাল ভিডিয়োকাণ্ডে এভাবেই মুখ খুলল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক আধিকারিক এভাবেই মণিপুরের ঘটনা নিয়ে বক্তব্য প্রকাশ করেন। মণিপুরে যে দুই মহিলার উপর নির্যাতন চালানো হয়েছে, তাঁরা যাতে সুবিচার পান, সে বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের কাছে আবেদন করা হয় আমেরিকার তরফে।
গত ৪ মণিপুরের কাংকোপি জেলায় ২ মহিলাকে নগ্ন করে তাঁদের উপর চরম যৌন নির্যাতন চালানো হয়। গত ১৯ জুলাই কাংকোপির সেই ভিডিয়ো ভাইরাল হলে, তা নিয়ে গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় শোরগোল। ভাইরাল ভিডিয়োকাণ্ডে অভিযুক্তদের পরপর গ্রেফতার করা হচ্ছে। অভিযুক্তরা যাতে কোনওভাবে ছাড় না পায়, সে বিষয়ে কড়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।