Padma Bridge: বাংলাদেশের পদ্মাসেতুর সর্বশেষ স্প্যান বসানোর কাজ শেষ হল
পদ্মাসেতু (Photo: Twitter)

ঢাকা, ১০ ডিসেম্বর: বাংলাদেশের সবচেয়ে বড় পদ্মাসেতুর (Padma Bridge) সর্বশেষ স্প্যান (Span) বসানোর কাজ শেষ হল আজ। এর মাধ্যমে সেতুটির মূল কাঠামো পুরোপুরি দৃশ্যমান হল। প্রথম স্প্যানটি বসানো হয়েছিল ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। জলের উপরে পদ্মাসেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। এরপরে সড়ক ও রেলের স্ল্যাব বসানোর কাজ শুরু হবে। পদ্মাসেতু প্রকল্পের ডিরেক্টর মহম্মদ শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, "আমাদের সর্বশেষ স্প্যানটি ১০ ডিসেম্বর স্থাপন করার মধ্য দিয়ে সেতুর মূল কাজটি শেষ হয়ে গেল, অর্থাৎ কাঠামো তৈরি হয়ে গেল।"

পদ্মাসেতু নির্মাণের বরাত পেয়েছে চিনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি। তারা জানিয়েছে, পদ্মাসেতু যান চলাচলের উপযোগী হতে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে। তবে বাংলাদেশের সরকার চেষ্টা করছে যাতে স্বাধীনতার ৫০ তম বছরের মধ্যেই পদ্মাসেতু উদ্বোধন করা যায়। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, আগামী এক বছরের মধ্যেই সেতুটি চালু হবে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হতে ১০ মাস থেকে এক বছর লাগবে। আরও পড়ুন: Saudi Arabia Approves Pfizer Vaccine: ফাইজারের করোনা ভ্যাকসিনের ব্যবহারে অনুমোদন দিল সৌদি আরব

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ডিসেম্বরে পদ্মা সেতু প্রকল্পের মূল কাজের উদ্বোধন করেছিলেন। ২৫ মিটার প্রশস্ত এবং ১০ কিলোমিটার দীর্ঘ।