‘Langya' Henipavirus: চিনে নয়া ভাইরাস ‘ল্যাংয়া’র থাবা, আক্রান্ত ৩৫
Representational Image (Photo Credit: File Photo)

বেইজিং, ১০ অগাস্ট: করোনার প্রকোপ এখনও করেনি। মাঙ্কিপক্স থাবা বসাতে শুরু করে দিয়েছে। এমতাবস্থায় ফের ব্র্যান্ড নিউ ভাইরাসের আগমন ধ্বনি শুনিয়ে দিলেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত এই নতুন ভাইরাসে চিনে আক্রান্ত হয়েছে ডজনখানেক মানুষ। এই ভাইরাসের নাম হল ল্যাংয়া হেনিপাভাইরাস (Langya henipavirus), যাকে LayV ও বলা হচ্ছে। চিনের পূর্ব হেনান ও শানডং প্রদেশে ৩৫ জনের শরীরে এই ল্যাংয়া হেনিপাভাইরাসের জীবাণু মিলেছে। আরও পড়ুন-Sourav Ganguly: হরমনপ্রীতদের ফাইনালে হারে সৌরভের সান্ত্বনা টুইটে আক্রমণ নেটিজেনদের

গবেষণা রিপোর্ট বলছে, এই ল্যাংয়া হেনিপাভাইরাসে মানুষের মৃত্যুর হার অনেক বেশি। সাম্প্রতিকতম হিসেব অনুযায়ী, ২০১৯-এ প্রথম এই ভাইরাসকে চিহ্নিত করা গিয়েছিল। ভাইরাস নিয়ে সর্বক্ষণ গবেষণায় নিমগ্ন চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন, এই Lay V-র সংক্রমণ মানুষের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়াতে পারে। আদৌ এর সংক্রমণ ক্ষমতা কতটা? অর্থাৎ কত তাড়াতাড়ি এই ল্যাংয়া হেনিপাভাইরাস একজনের থেকে আর একজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে তা জানার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।