Landslides In Indonesian Gold Mine (Photo: IANS)

জাকার্তা, ১৭ সেপ্টেম্বর: ইন্দোনেশিয়ার (Landslides) পশ্চিম কালিমান্তান প্রদেশে (West Kalimantan Province) একটি সোনার খনিতে (Gold Mine) ধস। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার রাতে বেংকায়াং জেলার কিনান্দে গ্রামে এই ঘটনা ঘটে। তবে শুক্রবার রাতে ধসের কথা জানতে পারে স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দল।

এক উদ্ধারকারী বলেন, "শুক্রবার রাতে আমরা ঘটনার বিষয়ে জানতে পারি। সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।" গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি, খনির অবস্থান এবং খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। আরও পড়ুন: China: করোনায় কোয়ারেন্টাইনে থাকা রোগী মাঙ্কিপক্সে আক্রান্ত, চিনে ঢুকে পড়ল মাক্সি পক্স

তিনি আরও জানিয়েছেন যে সামরিক কর্মী, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মীরা ও গ্রামবাসীরা উদ্ধার অভিযানে নেমেছে।