দিল্লি, ৩০ অক্টোবর: লাহোরে (Lahore) বাড়ছে বায়ু দূষণ। বিশেষ করে পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যেভাবে বায়ু দূষণ বাড়ছে, তা দূর করতে ভারতের সাহায্য চাইলেন লাহোরের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ শরিফ (Maryam Nawaz Sharif)। মারিয়ম বলেন, হাওয়া তো আর সীমান্ত মানে না। তাই ভারতে পাঞ্জাবের যে মুখ্যমন্ত্রী রয়েছেন, তাঁর সাহায্য তিনি চাইছেন। ভারতের মানুষের সুস্বাস্থ্য এবং পাকিস্তানের সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবেই তিনি এমন বলছেন বলে জানান মারিয়ম নওয়াজ শরিফ। মানবিকতার খাতিরে বায়ু দূষণ রোধ করতে তিনি ভারতের সাহায্য চাইছেন। এক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক বা কূটনৈতিক সম্পর্ক নয়, মানবিকতা দিয়ে সমস্ত কিছু বিচার করতে হবে বলেও মন্তব্য করেন নওয়াজ শরিফের কন্যা মারিয়ম নওয়াজ শরিফ।
লাহোরের দূষণ কমাতে ভারতের সাহায্য চাইলেন মারিয়ম নওয়াজ শরিফ...
Maryam Nawaz Sharif called for cooperation with India to effectively tackle the issue of smog pic.twitter.com/wp9DUBIYeg
— Shiraz Hassan (@ShirazHassan) October 30, 2024
বিশ্বের যে দেশগুলি সবচেয়ে বেশি দূষিত, তার মধ্যে রয়েছে লাহোরের নাম। ফলে লাহোরে দূষণের মাত্রা রোধ করতে বারতের সাহায্য প্রকাশ্যে চাইলেন মারিয়ম নওয়াজ শরিফ।