Hardeep Singh Nijjar (Photo Credit: File Photo)

দিল্লি, ২৭ সেপ্টেম্বর: গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সুরেতে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। খালিস্তানি জঙ্গি খুনে ভারত যোগের দাবি করা হয় কানাডার তরফে। যা পালটা নস্যাৎ করে দিল্লি। এমনকী নিজ্জর খুনে ভারতের কোনও যোগ থাকলে, তার তথ্য প্রমাণ কানাডা পেশ করুক বলে পালটা দাবি জানায় দিল্লি। যা নিয়ে ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের জোর টানাপোড়েন শুরু হয়েছে। হরদীপ সিং নিজ্জর খুনে এবার ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট প্রকাশ্যে আসে।

ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী, ব্রিটিশ কলম্বিয়র গুরুনানক শিখ গুরুদ্বারে বেশ কয়েকজন হাজির হয়। সেখানেই একটানা গুলি চালানো হয় নিজ্জরকে লক্ষ্য করে। পরপর ৫০টি বুলেট ছোঁড়া হয় নিজ্জরকে খুনের উদ্দেশে। যার মধ্যে ৩৪টি গিয়ে সরাসরি বিধে যায় নিজ্জরের শরীরে। ফলে ঘটনাস্থলেই নিজ্জরের মৃত্যু হয়। খালিস্তানি জঙ্গিকে খুন করেত যারা হাজির হয়, তাদের মধ্যে একজন হুডেড সোয়েট শার্ট পরে গুরুদ্বারে পৌঁছে যায় বলে দাবি করে ওয়াশিংটন পোস্ট।