দিল্লি, ২৮ নভেম্বর: আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তার বিরুদ্ধে মুখ খুলল মার্কিন মুলুকে শিখ সম্প্রদায়ের একটি সংগঠন। নিউ ইয়র্কের গুরুদ্বারে গেলে ভারতীয় রাষ্ট্রদূতকে যেভাবে হেনস্থা করা হয়, তার জেরে এবার জোরাল পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করা হয় সংশ্লিষ্ঠ সংগঠনের তরফে। তরণজিৎ সিং সান্ধুকে দেখে যারা বিক্ষোভ দেখায়, তাদের বিরুদ্ধে নিউ ইয়র্কের ওই গুরুদ্বার সংগঠন যাতে কড়া পদক্ষেপ করে, সে বিষয়ে আবেদন জানানো হয়। শুধু তাই নয়, গুরুদ্বারগুলিকে যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যায়, সে বিষয়েও আমেরিকার ওই শিখ সংগঠনের তরফে দাবি জানানো হয়েছে।
গুরুপরব উপলক্ষ্যে রবিবার সান্ধু হাজির হন নিউ ইয়র্কের ওই গুরুদ্বারে। যেখানে তাঁকে সাদরে অভ্যর্থনা জানানো হলেও, পরে খালিস্তানিরা বিক্ষোভ শুরু করে। সান্ধুকে দেখে যেমন স্লোগানবাজি শুরু হয়, তেমনি খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের হত্যার বিষয়েও সুর তোলা হয়। সেই সঙ্গে এসএফজির প্রধান গুরপতওয়াত সিং পান্নুনকে হত্যার ষড়ষন্ত্র করা হচ্ছে বলেও চিৎকার শুরু করে সংশ্লিষ্ট সংগঠন।